ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: আজ সারাদেশে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে শোক দিবস পালন করা হয়েছে। দিবসটিকে ঘিরে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোসহ সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
জুলাই শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বাদ যোহর ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজ মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। এছাড়াও দেশের অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com