ঢাকা      শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
শিরোনাম

গোপালগঞ্জে আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত

IMG
17 July 2025, 2:48 AM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: গোপালগঞ্জে কারফিউ জারি করায় আজ বৃহস্পতিবার সকালে অনুষ্ঠেয় এইচএসসি পরীক্ষা কেবল ওই জেলার জন্য স্থগিত করা হয়েছে। তবে দেশের অন্যান্য জায়গায় পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী আজকের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। ঢাকা শিক্ষা বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গোপালগঞ্জ এই শিক্ষা বোর্ডের অধীন।

আজ সকালে এইচএসসিতে ভূগোল (তত্বীয়) দ্বিতীয় পত্রের পরীক্ষা আছে। সময়সূচি অনুযায়ী আজ বিকেলেও একাধিক বিষয়ের পরীক্ষা থাকলেও গোপালগঞ্জ জেলায় সেসব বিষয়ের পরীক্ষা নেই।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপালগঞ্জ জেলায় স্থগিত ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয় পত্রের পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

গোপালগঞ্জে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) সমাবেশ ঘিরে হামলা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পর জেলাটিতে বুধবার রাত আটটা থেকে কারফিউ জারি করা হয়েছে। আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন