ঢাকা      শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২
শিরোনাম

সমাবেশের আগের রাতেই সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের নেতা-কর্মীরা

IMG
19 July 2025, 12:56 AM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমবারের মতো সমাবেশ করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ শনিবার সকাল ১০টা থেকে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হবে। সমাবেশ উপলক্ষে শুক্রবার রাতেই সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন দলটির নেতা-কর্মীরা। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা, জুলাই গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কারসহ সাত দফা দাবিতে এই জাতীয় সমাবেশ করতে যাচ্ছে জামায়াতে ইসলামী।

সমাবেশ সফল করতে জামায়াত ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। সমাবেশে সারাদেশ থেকে প্রায় ১০ লাখ নেতা-কর্মী অংশ নেবেন বলে আশা করছেন দলটির নেতারা। নেতা-কর্মীদের আনতে চার জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে দলটি।

সোহরাওয়ার্দী উদ্যানের পূর্ব পাশে তৈরি করা হচ্ছে মঞ্চ। সেখানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মঞ্চের সামনে জড়ো হয়েছেন দেশের বিভিন্ন জেলা থেকে আসা বেশ কিছু নেতা-কর্মী। তাঁদের কারও কারও পরনে ছিল জামায়াতের লোগো সংবলিত টি-শার্ট। কারও কারও মাথায় বাঁধা দলীয় সাদা ফিতা। আবার কেউ কেউ এনেছেন দলীয় প্রতীক দাঁড়িপাল্লা। মঞ্চের সামনে ত্রিপল বিছিয়ে দেওয়া হয়েছে। নেতা-কর্মীদের অনেকেই সেখানে শুয়ে-বসে সময় কাটাচ্ছেন। কেউ কেউ দিচ্ছেন দলীয় স্লোগান। রাতে সেখানেই থাকবেন বলে জানালেন অনেকে।

সমাবেশে যোগ দিতে এসেছেন হামিদুর রহমান। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা থেকে এসেছেন তিনি। সমাবেশের মূল মঞ্চের পাশেই বসে ছিলেন। জানতে চাইলে সাংবাদিকদের হামিদুর রহমান বলেন, ‘দিনাজপুরের বিভিন্ন উপজেলা থেকে ১০-১২ হাজার নেতা-কর্মী আসবেন। তাঁরা রাতে রওনা দেবেন। কিন্তু আমি বৃহস্পতিবার রাতেই এক বন্ধুর সঙ্গে চলে এসেছি। শুক্রবার সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে আছি। সমাবেশের প্রস্তুতি দেখতেই মূলত আগেভাগে চলে এসেছি।’

কুড়িগ্রাম সদর উপজেলা থেকে এসেছেন আবদুল্লাহ আল-আমিন। তিনি বলেন, ‘প্রথমবারের মতো সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। ইতিহাসের সাক্ষী হতে পেরে অনেক ভালো লাগছে। শনিবার এলে সমাবেশের সামনের অংশে জায়গা পাবো না, তাই আগেই চলে এসেছি। রাতে মাঠেই থেকে যাবো।’

এর আগে, দুপুরে সমাবেশের সর্বশেষ প্রস্তুতি দেখতে সোহরাওয়ার্দী উদ্যানে আসেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, শনিবার (১৯ জুলাই) সকাল ১০টায় কোরআন তেলাওয়াত দিয়ে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর হামদ ও নাত পরিবেশন করা হবে। আর মূল অনুষ্ঠান শুরু হবে দুপুর দুইটায়।

জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, সমাবেশস্থলে ২০টি পয়েন্টে প্রায় ৬ হাজার স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। ঢাকা শহরের বাইরে থেকে যাঁরা আসবেন, তাঁদের জন্য কমপক্ষে ১৫টি পার্কিং পয়েন্ট রাখা হয়েছে। সারাদেশ থেকে শনিবার রাজধানীতে মানুষের ঢল নামবে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন