ঢাকা      শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২
শিরোনাম

নারায়ণগঞ্জে খেলা এখনো বন্ধ হয়নি: নাহিদ ইসলাম

IMG
19 July 2025, 1:09 AM

নারায়ণগঞ্জ, বাংলাদেশ গ্লোবাল: নারায়ণগঞ্জে এখনো খেলা বন্ধ হয় নাই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশ রাষ্ট্রকে পরিবর্তনের কথা বলেছিলাম। এই রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন করতে হবে। এই রাষ্ট্র ব্যবস্থার একটা চরম উদাহরণ- এই নারায়ণগঞ্জ শহর। এখানে পরিবারতন্ত্র, মাফিয়াতন্ত্র, গডফাদারতন্ত্র সব মিলেমিশে একাকার। এই একই সিস্টেমে পুরা বাংলাদেশ এতো বছর ধরে পরিচালিত হয়ে আসছে। নারায়ণগঞ্জে এখনো খেলা বন্ধ হয় নাই। এনসিপির জুলাই পদযাত্রার অংশ হিসেবে শুক্রবার বিকেলে নগরীর চাষাড়ার বিজয় স্তম্ভে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, নারায়ণগঞ্জকে কিছু পরিবার বছরের পর বছর নিয়ন্ত্রণ করেছে। নারায়ণগঞ্জের ব্যবসা, অর্থনীতি ও রাজনীতি সবকিছু নিয়ন্ত্রণ করতে গিয়ে তারা দখলদারিত্ব, চাঁদাবাজি, সন্ত্রাস কায়েম করেছে এবং জনগণের অধিকার হরণ করেছে। তিনি বলেন, এই মাফিয়া সিস্টেমের সাথে আমরা খেলবো না। এই পুরোনো খেলায় আমরা অংশগ্রহণ করবো না। এই পুরোনো খেলার বিরুদ্ধেই গণঅভ্যুত্থান হয়েছে, আমরা রক্ত দিয়েছি। ফলে খেলার নিয়ম বদলাতে হবে। কিন্তু আমরা জানি, খেলার নিয়ম এখনো বদলায় নাই। নারায়ণগঞ্জে এখনো খেলা বন্ধ হয় নাই। খেলা বন্ধ না হলে আরেকটা গণঅভ্যুত্থানের জন্য প্রস্তুতি নেন।

বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের কলেজ রোড এলাকায় ‘জুলাই পদযাত্রার তোরণে’ আগুন দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম। এনসিপির পদযাত্রা বন্ধ করতে জনআতঙ্ক তৈরি করতে রাতের আঁধারে সন্ত্রাসী এ ঘটনা ঘটিয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এনসিপির আহ্বায়ক বলেন, গণঅভ্যুত্থানের পর নারায়ণগঞ্জে কতোগুলো খুন হয়েছে আমরা জানি। কেন আইনশৃঙ্খলা পরিস্থিতি নারায়ণগঞ্জে ঠিক হচ্ছে না সেই জবাব চাই। আওয়ামী লীগের মাফিয়াতন্ত্র, দখলদারিত্ব, গডফাদারতন্ত্র পুনর্বাসিত হচ্ছে। আওয়ামী লীগের ব্যবসাগুলো পুনর্বাসিত হচ্ছে নারায়ণগঞ্জে। জুলাইয়ের শহীদ পরিবারগুলোর বাসায় গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। মামলা করা পরিবারগুলো নিরাপত্তাহীনতায় ভুগছে। নারায়ণগঞ্জে সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি করা হয়েছিল, আমরা এই অভয়ারণ্য ভেঙে ফেলবো। আমরা হুমকিতে কখনও ভয় পাইনি, পাবোও না।

নারায়ণগঞ্জের সৎ ব্যবসায়ীদের আইনি সুরক্ষা দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, নারায়ণগঞ্জকে আমরা কোনো পরিবারের কাছে, কোনো গডফাদারের কাছে বর্গা দিতে চাই না। এই জাগ্রত নারায়ণগঞ্জ সবসময় ধরে রাখতে হবে। নতুন বন্দোবস্তের যে আকাঙ্খা নিয়ে আমরা গণঅভ্যুত্থানে লড়াই করেছিলাম, সেই নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য লড়াই করে যেতে হবে। এই যুদ্ধ সেদিনই শেষ হবে, যেদিন পুরোনো বন্দোবস্তের পরিবর্তন ঘটিয়ে জনগণের গণতান্ত্রিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করবো। এর আগে, নগরীর নিতাইগঞ্জ থেকে চাষাড়া পর্যন্ত পদযাত্রায় অংশ নেন নাহিদ ইসলাম।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন