স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ঘরের মাঠে সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের টানা চার ম্যাচ জিতে দারুণ ফুরফুরে মেজাজে আছেন বাংলাদেশ দলের সদস্যরা। পরপর খেলার ক্লান্তি ঝরাতে শুক্রবার মাঠে কোনো অনুশীলন রাখেনি টিম ম্যানেজমেন্ট। রিকভারি সেশন প্রাধান্য পেয়েছে। নিজেদের প্রাণবন্ত করতে জিম সেশন ও সুইমিংপুলে খেলোয়াড়রা সময় কাটান। বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ শনিবার (১৯ জুলাই) শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের পঞ্চম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা।
এরই ফাঁকে ভুটান ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া নবিরন খাতুন তার অনুভূতি ব্যক্ত করেন। প্রথমবার আর্মব্যান্ড পরা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের কাল ম্যাচ ছিল ভুটানের বিপক্ষে। জীবনে প্রথমবার দলের অধিনায়কত্বের আর্মব্যান্ড নিয়ে মাঠে নেমেছি। আমার কাছে এটা স্মরণীয় হয়ে থাকবে।’
নবিরনদের এই ম্যাচ দেখেছেন তার গ্রামের বাসিন্দারাও। এতে রোমাঞ্চিত তিনি, ‘প্রথম ম্যাচেই জয় নিয়ে মাঠ ছেড়েছি এটা আমার কাছে অনেক আনন্দের, আমার পরিবারের কাছেও আনন্দের। আমার বাবা-মা খেলা দেখে ফোন দিয়েছিল। অধিনায়ক হিসেবে খেলায় তাদের ভালো লেগেছে। গ্রামের আশেপাশের সবাই দোকানে খেলা দেখছিল। এটা আমার কাছে অনেক বড় পাওয়া।’
বাংলাদেশ নারী দলের সদস্য নবিরনের লক্ষ্য, ‘সামনের দুটো ম্যাচে জয় নিয়ে আমরা টুর্নামেন্ট শেষ করতে চাই। শ্রীলঙ্কার বিপক্ষে গত ম্যাচ নিয়ে কোচ আমাদের ভিডিও অ্যানালাইসিস করাবেন। সেখানে বলবেন, কে কীভাবে খেলবে। তো আমরা সেটা নিয়ে ফোকাস করছি। ইনশাআল্লাহ শ্রীলঙ্কার বিপক্ষে ভালো জয় নিয়ে মাঠ ছাড়তে পারবো।’
এদিকে, বাংলাদেশ নারী দলের ম্যানেজার মাহমুদা আক্তার বলেন, ‘দলে ছোটখাটো যে চোট ছিল, তা ঠিক হয়ে গেছে। ম্যাচের জন্য মেয়েরা প্রস্তুত আছে। চেষ্টা তো আছে প্রথম থেকে যেভাবে শুরু করেছি, যারা দলে নতুন তাদেরও প্রতি ম্যাচে সুযোগ দেওয়া হচ্ছে। তারা তাদের সেরাটা দিচ্ছে। আলহামদুলিল্লাহ ভালো করছে। তো এভাবে পুরো টুর্নামেন্ট শেষ করতে চাচ্ছি। আমাদের সামনে আরও দুটো ম্যাচ বাকি আছে। ভালো পারফরম্যান্স দিয়ে মাঠ থেকে বের হতে পারবো ।’
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com