ঢাকা      রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২
শিরোনাম

ভয়ের সংস্কৃতি তৈরি করতে চাইলে জনগণ আবারও রাজপথে নামবে: নাহিদ ইসলাম

IMG
19 July 2025, 11:41 PM

বান্দরবান, বাংলাদেশ গ্লোবাল: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশে নতুন করে ভয়ের সংস্কৃতি সৃষ্টি করা হচ্ছে। জনগণ স্বৈরতন্ত্রের বিরুদ্ধে এবং মত প্রকাশের স্বাধীনতার পক্ষে গণঅভ্যুত্থানে নেমেছিল। আগামীতে কেউ যদি ভয়ের সংস্কৃতি তৈরি করতে চায়, জনগণ আবারও রাজপথে নামবে। আজ শনিবার (১৯ জুলাই) রাতে বান্দরবানের শহীদ আবু সাঈদ মুক্ত মঞ্চের সামনে এনসিপির পথসভায় তিনি এসব কথা বলেন।

এনসিপির আহ্বায়ক বলেন, পার্বত্য চট্টগ্রামে জাতিসত্তার পরিচয়ে নিপীড়ন, নির্যাতন, বিভাজন আমরা মেনে নেবো না। ঘরে ঘরে ইনসাফের উন্নয়ন পৌঁছে দিয়ে অর্থনৈতিকভাবে এই অঞ্চলকে সমৃদ্ধশালী করতে চাই। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল নতুন রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য। যার মাধ্যমে আমরা চেয়েছি রাষ্ট্রকে নতুন করে বিনির্মাণ করতে। যে ব্যবস্থাগুলো জনগণের পক্ষে তৈরি হয়নি। যে আইন, সংবিধান আমাদের মধ্যে বিভাজন তৈরি করে রেখেছে, মানবাধিকার মর্যাদা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে, সেই রাষ্ট্রের বদল ঘটিয়ে নতুন একটি রাষ্ট্র ব্যবস্থায় বাংলাদেশ প্রতিষ্ঠা করবো।

নাহিদ ইসলাম বলেন, সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু সরকার ব্যবস্থার পরিবর্তন হয়নি। মানুষের পরিবর্তন হয়েছে, কিন্তু সিস্টেম অক্ষত রয়ে গেছে। আমরা জানি যুগ যুগ ধরে বাংলাদেশে বহু জাতিগোষ্ঠী বসবাস করে, মুক্তিযুদ্ধের পর ১৯৭২ সালে যে সংবিধান তৈরি করা হয়েছিল; সেখানে সব জাতিগোষ্ঠী ও ধর্মকে অন্তর্ভুক্ত করতে পারে নাই। সবাইকে নাগরিক মর্যাদা দিতে পারে নাই। ফলে মুজিববাদী সংবিধান গোড়া থেকেই ফ্যাসিস্ট সংবিধান ছিল।

তিনি বলেন, যেটি সমাজ ও রাষ্ট্রে সবসময় বিভাজন তৈরি করে রাখতো। কখনো মুক্তিযোদ্ধা বনাম রাজাকার, কখনো বাঙালি বনাম পাহাড়ি, কখনো ইসলাম বনাম ধর্ম নিরপেক্ষতা। নানা নামে নানা সময়ে বিভাজন তৈরি করে রেখেছিল। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সব বিভাজন দূর হয়েছে। আমরা সবাই ঐক্যবদ্ধ জায়গায় আসতে পেরেছি, আমাদের ঐক্যের জায়গাটি ছিল বাংলাদেশ।

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি এসময় বক্তব্য রাখেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন