ঢাকা      রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২
শিরোনাম

যুদ্ধবিরতি সত্ত্বেও সিরিয়ায় ছড়িয়ে পড়ছে সাম্প্রদায়িক সহিংসতা

IMG
20 July 2025, 11:35 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: সিরিয়ার প্রেসিডেন্টের 'অবিলম্বে যুদ্ধবিরতি' ঘোষণা সত্ত্বেও দেশটির দক্ষিণাঞ্চলে সাম্প্রদায়িক সহিসংতা অব্যাহত আছে। গত সপ্তাহ জুড়ে সুওয়েইদা প্রদেশে সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায় সশস্ত্র বেদুইনদের বিরুদ্ধে লড়াই করছে। উভয় পক্ষের বিরুদ্ধেই নৃশংসতার অভিযোগ উঠেছে। দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা সৈন্য মোতায়েন করেছেন। কিন্তু সরকারি বাহিনীর বিরুদ্ধে দ্রুজদের ওপর হামলায় অংশ নেওয়ার অভিযোগ উঠেছে। সহিংসতায় এখন পর্যন্ত নয়শোর বেশি মানুষ নিহত হয়েছে। ইসরাইল দ্রুজদের প্রতি তাদের সমর্থন ঘোষণা করে সরকারি বাহিনী ও দামেস্কে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলা করেছে। শারা শনিবার যুদ্ধবিরতি ঘোষণা করে সংঘাতের অবসানের জন্য নিরাপত্তা বাহিনী মোতায়েন করেন।

এ সমঝোতার আওতায় ইসরাইলের সামরিক হামলা বন্ধের বিষয়টিও আছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া চুক্তিটি দ্রুজ নাগরিকদের সুরক্ষার শর্তে ইসরাইল অনুমোদন করেছে। সরকারি বাহিনী লড়াইয়ে আরও বেশি লোকের জড়িয়ে পড়া ঠেকাতে চেক পয়েন্ট তৈরি করছে। কিন্তু শনিবারও শহরের ভেতরে গুলির শব্দ শোনা গেছে। বার্তা সংস্থা এএফপির একজন সংবাদদাতা বলেছেন, তারা সশস্ত্র ব্যক্তিদের দোকানপাটে লুটপাট করে আগুন ধরিয়ে দিতে দেখেছেন। শনিবারই ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী সংখ্যালঘুসহ সব সিরিয়ানদের সুরক্ষায় সিরিয়ার প্রেসিডেন্টের অঙ্গীকারের প্রতি সংশয় ব্যক্ত করেছেন। সুওয়েইদার দ্রুজ সম্প্রদায় শিয়া ইসলাম থেকে উদ্ভূত কিন্তু তাদের স্বতন্ত্র পরিচয় এবং বিশ্বাস রয়েছে।

দামেস্কের বর্তমান সরকারের প্রতি তাদের অনাস্থা রয়েছে। তারা সিরিয়ায় সংখ্যালঘু। প্রতিবেশী ইসরাইল ও লেবাননেও তারা সংখ্যালঘু। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরাইলের দ্রুজদের সাথে যোগসূত্রতার কারণে সিরিয়ার দ্রুজদের কোনো ক্ষতি প্রতিরোধে অঙ্গীকার ব্যক্ত করেছেন। সুওয়েইদায় দ্রুজ ও বেদুইনদের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা সহিংসতায় রূপ নেয় গত রোববার, যখন 'দ্রুজ' সংখ্যালঘু গোষ্ঠীর একজন ব্যবসায়ীকে অপহরণের খবর সামনে আসে।

যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি অফ হিউম্যান রাইটস-এর হিসেবে, এরপর থেকে সহিংসতায় ৯৪০ জন নিহত হয়েছে। শুক্রবার সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত টম বারাক ইসরাইল ও সিরিয়ার মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। "আমরা দ্রুজ, বেদুইন ও সুন্নিদের অস্ত্র নামিয়ে ফেলা এবং অন্য সংখ্যালঘু সবাই মিলে প্রতিবেশীদের সাথে শান্তি ও উন্নতির একটি নতুন সিরিয়ান পরিচয় গড়ে তোলার আহবান জানাচ্ছি," বলেছেন তিনি।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন