স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: আজ পর্দা নামছে সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের। বয়সভিত্তিক ফুটবলে বরাবরই ফেভারিট বাংলাদেশ, তার ওপর শক্তিশালী ভারত নেই। সম্প্রতি এশিয়া কাপে জায়গা করে নিয়ে ইতিহাস গড়া জাতীয় দলের একঝাঁক ফুটবলার নিয়ে প্রত্যাশিত ছন্দে টানা পাঁচ ম্যাচের পাঁচটিতেই জয় তুলে শিরোপা ধরে রাখার পথে হাঁটছেন আফঈদা খন্দকাররা। বসুন্ধরা কিংস অ্যারেনায় দুর্বার গতিতে ছুটছে মেয়েদের সাফল্যের রথ।
চার দলের আসরে এবার কোনো ফাইনাল নেই। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রতিটি দল একে অপরের সঙ্গে দু’বার করে মুখোমুখি হচ্ছে। পয়েন্টের ভিত্তিতে শীর্ষ দলের হাতে উঠবে ট্রফি। ফলে বাংলাদেশ-নেপাল শেষ ম্যাচটি হয়ে উঠেছে ‘অঘোষিত ফাইনাল’। পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে বাংলাদেশ। অন্যদিকে, পাঁচ ম্যাচে ৪ জয়ে ১২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে নেপাল। প্রথম দেখায় নেপালের বিপক্ষে ৩-২ গোলের জয় পাওয়ায় আজ ড্র করলেও শিরোপা উঠবে আফঈদাদের হাতে। কিন্তু গোল গড়ে পিছিয়ে থাকায় হেরে গেলেই বিপদ। কিংস অ্যারেনায় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাতটায়।
বাংলাদেশ আজ হেরে গেলে দুই দলেরই সমান ১৫ পয়েন্ট হবে। তখন গোল ব্যবধানে এগিয়ে থাকা দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। নেপালের সুবিধাটা এখানেই। তারা গোল ব্যবধানে বেশ এগিয়ে রয়েছে। সর্বশেষ ভুটানকে ৮-০ গোলে হারানোয় নেপালের মোট গোল ৩০টি। আসরে ৪ গোল হজম করা দলটির গোল পার্থক্য প্লাস ২৬।
পাঁচ ম্যাচে বাংলাদেশ গোল দিয়েছে ২৪টি ও খেয়েছে প্রতিপক্ষের সমান ৪টি। সব মিলিয়ে পার্থক্য প্লাস ২০। অর্থাৎ বাংলাদেশ পয়েন্টের দিক থেকে সুবিধাজনক অবস্থানে থাকলেও ৬ গোলে পিছিয়ে রয়েছে। সেক্ষেত্রে ট্রফি ধরে রাখতে ড্র ছাড়া বিকল্প কোনো পথ নেই। ম্যাচ হারলেই তীরে এসে তরী ডুববে।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com