ঢাকা      বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২
শিরোনাম

অবশেষে মাইলস্টোন থেকে বের হলেন দুই উপদেষ্টা

IMG
22 July 2025, 8:58 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ভেতরে প্রায় ৯ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর অবশেষে বের হতে পেরেছেন সরকারের দুই উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সদস্যরা। আজ সন্ধ্যা ৭টা ৩৩ মিনিটে পুলিশের কড়া পাহারায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাস থেকে তাদের গাড়ি বহর বের হয়।

গাড়িগুলো মাইলস্টোন কলেজের ক্যাম্পাস থেকে বের হয়ে দিয়াবাড়ী সংলগ্ন মেট্রোরেল ডিপো দিয়ে বের হয়ে যায়। ক্যাম্পাসের বাইরে অবস্থানরত বিক্ষুদ্ধ শিক্ষার্থীদের এ সময় বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশকেও কঠোর অবস্থানে থাকতে দেখা যায়।

গতকাল ওই শিক্ষা প্রতিষ্ঠানে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনার পর আজ সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার ও আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল মাইলস্টোন কলেজে যান। পরিদর্শন শেষে ফেরার সময় শিক্ষার্থীরা তাদের পথ আটকান। শিক্ষার্থীরা গাফিলতির অভিযোগ তুলে উপদেষ্টাদের ঘিরে বিক্ষোভ শুরু করেন।

এরপর বিকেল পৌনে ৪টার দিকে তারা পুলিশের প্রহরায় সেখান থেকে বের হওয়ার চেষ্টা করেন। বের হওয়ার ১০ মিনিট পর সংলগ্ন সড়কে বিক্ষোভরত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দুই উপদেষ্টা ও প্রেস উইংয়ের সদস্যরা আবার মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে ঢুকে অবস্থান নেন।

দুই উপদেষ্টা ক্যাম্পাসের ৭ নম্বর একাডেমিক ভবনে অবস্থান নেন। তাদের গাড়ি বহর গার্লস ক্যাম্পাসের পেছনে পার্ক করে রাখা হয়। ক্যাম্পাসের বাইরে দিয়াবাড়ী গোলচত্বর এলাকায় পুলিশ অবস্থান নিয়ে বিক্ষোভরত শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে।

শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে: নিহত শিক্ষার্থীদের নাম-পরিচয়সহ পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ, আহতদের সঠিক তালিকা দেওয়া, নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ এবং বাংলাদেশ বিমানবাহিনীর পুরোনো ও অনিরাপদ প্রশিক্ষণ বিমান অবিলম্বে বাতিল করা।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন