ঢাকা      শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২
শিরোনাম

রাশিয়ায় ৪৯ জন আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

IMG
24 July 2025, 3:01 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: রাশিয়ার ৪৯ জন আরোহী নিয়ে নিখোঁজ হওয়া বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে উদ্ধারকারী সংস্থাগুলো। দেশটির পূর্বে আমুর অঞ্চলে গন্তব্য থেকে প্রায় ১৬ কিলোমিটার (১০ মাইল) দূরে বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। জরুরি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ৪৩ জন যাত্রী এবং ছয়জন ক্রু নিয়ে আঙ্গারা এয়ারলাইন্সের এএন-টোয়েন্টিফোর বিমানটি চীনা সীমান্তের কাছে ব্লাগোভেশচেনস্ক ছেড়েছিল এবং টাইন্ডা বিমানবন্দরের কাছে পৌঁছানোর সাথে সাথে রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।

আমুরের আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি অরলভ বলেছেন যে, বিমানটি খুঁজে বের করার জন্য "প্রয়োজনীয় সব ব্যবস্থা" রাখা হয়েছে। তিনি আরও বলেন, বিমানে পাঁচজন শিশু ছিল। এর কিছুক্ষণ পরই রাশিয়ার জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, একটি রাশিয়ান বেসামরিক বিমান চলাচল হেলিকপ্টার বিমানের জ্বলন্ত অংশ দেখতে পেয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কেউ বেঁচে নেই বলে ধারণা করা হচ্ছে।

তাস সংবাদ সংস্থা আমুরের বেসামরিক প্রতিরক্ষা কেন্দ্রের বরাত দিয়ে জানিয়েছে, বিমানটি টাইন্ডা থেকে প্রায় ১৬ কিলোমিটার (১০ মাইল) দূরে একটি পাহাড়ের কাছে পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে পাওয়া ফুটেজে ঘন বনভূমিতে বিমানের ধ্বংসাবশেষ জ্বলতে দেখা গেছে।

জরুরি কর্মকর্তাদের মতে, খারাপ আবহাওয়ার কারণে, নাকি পাইলটের ভুলে, নাকি কারিগরি ত্রুটির কারণে এইদুর্ঘটনা হলো তা প্রাথমিক তদন্তে খতিয়ে দেখা হচ্ছে। আঙ্গারা এয়ারলাইন্সের আন্তোনভ টোয়েন্টিফোর বিমান প্রায় ৫০ বছরের পুরোনো এবং অতীতে এর সমস্যা ছিল বলে জানা গেছে।

২০১৯ সালের জুলাই মাসে নিজনিয়াঙ্গারস্ক বিমানবন্দরে অবতরণের সময় একটিএএন-টোয়েন্টিফোর আরভি রানওয়ে থেকে ছিটকে পড়ে। বিমানের দুই ক্রু নিহত হন। ২০১১ সালে সাইবেরিয়ার ওব নদীতে আরেকটি আঙ্গারা এএন-টোয়েন্টিফোর বিধ্বস্ত হয়, যার ফলে সাত যাত্রী নিহত হন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন