ঢাকা      রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২
শিরোনাম

ইন্টার মায়ামিতে যোগ দিলেন রড্রিগো ডি পল

IMG
26 July 2025, 4:00 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস)-এর দল ইন্টার মায়ামিতে যোগ দিলেন আর্জেন্টাইন তারকা মিডফিল্ডার রড্রিগো ডি পল। ৩১ বছর বয়সী এই বিশ্বকাপ জয়ী তারকা স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ধারে যোগ দিয়েছেন ইন্টার মায়ামিতে। চুক্তি অনুযায়ী তিনি ২০২৫ মৌসুম পর্যন্ত মায়ামিতে থাকবেন। চাইলে ২০২৯ সাল পর্যন্ত স্থায়ী চুক্তিতে রূপান্তরের সুযোগ রাখা হয়েছে।

ইন্টার মায়ামি এক বিবৃতিতে জানায়, ডি পলকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে আগামী ম্যাচে, যেখানে তারা চেস স্টেডিয়ামে মুখোমুখি হবে এফসি সিনসিনাটির।

ডি পল বলেন, ‘আমাকে ইন্টার মায়ামিতে টেনেছে প্রতিযোগিতার তাড়না, শিরোপা জয়ের ইচ্ছা এবং ক্লাবের ইতিহাসে নিজের নাম লেখানোর সুযোগ। এটি এমন একটি ক্লাব, যা ধীরে ধীরে বড় হয়ে উঠছে এবং বিশ্বজুড়ে অসংখ্য মানুষ একে অনুসরণ করছে।’

ডি পলকে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসির অন্যতম ঘনিষ্ঠ বন্ধু হিসেবে ধরা হয়। তারা একসঙ্গে আর্জেন্টিনার হয়ে ২০২২ বিশ্বকাপ ও ২০২১ এবং ২০২৪ সালের কোপা আমেরিকা জিতেছেন। দু'জনই ২০২৬ সালের বিশ্বকাপে আবার আর্জেন্টিনার হয়ে খেলবেন। যদিও মেসি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি তিনি খেলবেন কিনা।

মায়ামির এই চুক্তিকে মেসির ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে। মেসির বর্তমান চুক্তি শেষ হবে ২০২৫ সালে, তবে ক্লাব তার সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত নতুন চুক্তির বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে।

ইন্টার মায়ামির সহ-মালিক ডেভিড বেকহ্যাম বলেন, ‘রড্রিগো এমন একজন খেলোয়াড়, যাকে আমি বহু বছর ধরে অনুসরণ করছি। তিনি একজন নেতা এবং চ্যাম্পিয়ন। তাঁকে ইন্টার মায়ামিতে এবং এমএলএস-এ স্বাগত জানাতে পেরে আমি খুবই উচ্ছ্বসিত।’

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন