ঢাকা      রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২
শিরোনাম

খাগড়াছড়িতে দু'পক্ষের গোলাগুলি, নিহত ৪: পুলিশ

IMG
26 July 2025, 4:16 PM

খাগড়াছড়ি, বাংলাদেশ গ্লোবাল: খাগড়াছড়ির দীঘিনালায় দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। গতকাল শুক্রবার রাত আটটার দিকে উপজেলার জোড়া সিন্ধু কার্বারিপাড়ায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় চারজনের মৃত্যুর খবর জানালেও তাঁদের নাম নিশ্চিত করতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্র বলছে, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটে। রাত আটটার দিকে এই দুই সংগঠনের দু'টি দল সিন্ধু কার্বারিপাড়া এলাকায় মুখোমুখি হলে দুই পক্ষই গুলি করে।

পুলিশের দাবি, এ ঘটনায় ইউপিডিএফের সামরিক শাখার (‘গণমুক্তি ফৌজ’ বা ‘পিপলস লিবারেশন আর্মি’) চার সদস্য নিহত হয়েছেন। তবে তাঁদের নাম-ঠিকানা জানা যায়নি।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া সাংবাদিকদের বলেন, জেএসএসের মূল দল ও ইউপিডিএফের মধ্যে এ ঘটনা ঘটে। এতে ইউপিডিএফের চারজন নিহত হন। এখনো দুই পক্ষ মুখোমুখি অবস্থানে আছে।

তবে পুলিশের এই দাবি অস্বীকার করেছেন ইউপিডিএফের সংগঠক অংগ্য মারমা। তিনি সাংবাদিকদের বলেন, এ ধরনের কোনো ঘটনা তাদের দলের সঙ্গে ঘটেনি। অপপ্রচার চালানো হচ্ছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন