ঢাকা      মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২
শিরোনাম

আরব আমিরাতে আটক ২৬ প্রবাসীর মুক্তি দাবি এনসিপির

IMG
04 August 2025, 11:57 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: জুলাই গণঅভ্যুত্থানে সমর্থন দেওয়ার কারণে সংযুক্ত আরব আমিরাতে আটক ২৬ জন প্রবাসী বাংলাদেশির মুক্তির দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ সোমবার রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানায়।

এতে বিদেশে আটক প্রবাসীদের দুর্দশা তুলে ধরেন এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের গ্লোবাল কোঅর্ডিনেটর তারিক আদনান মুন। এসময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলমসহ বন্দি প্রবাসীদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আটককৃতদের ছাড়িয়ে আনতে অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে তারিক আদনান বলেন, “২৬ জন প্রবাসী বাংলাদেশি নাগরিক গত বছরের জুলাইয়ে গণআন্দোলনের সময় সংহতি জানিয়ে শান্তিপূর্ণভাবে একটি কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন। তাদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অপরাধের অভিযোগ নেই। তারপরও তারা দীর্ঘ ৮/৯ মাস ধরে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন বন্দিশালায় আটক রয়েছেন। আমাদের কাছে অভিযোগ আছে যে, বাংলাদেশ দূতাবাসের সরবরাহ করা তথ্যের ভিত্তিতেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে আরব আমিরাতের বিভিন্ন স্থানে জড়ো হয়ে বিক্ষোভ মিছিলের অভিযোগে দুই শতাধিক বাংলাদেশি গ্রেফতার হন। পরে বাংলাদেশে সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের অনুরোধে তাদের মধ্যে অনেককে ক্ষমা ঘোষণা করে দেশটির সরকার, যারা পরে কয়েক দফায় দেশে ফিরে আসেন। সংবাদ সম্মেলনে এখনও আটক থাকা প্রবাসীদের মুক্তির পদক্ষেপ নেওয়াসহ দু'টি দাবি তুলে ধরা হয়।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন