ঢাকা      মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২
শিরোনাম

এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব পেরোতে চায় বাংলাদেশ

IMG
05 August 2025, 12:31 AM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ ফুটবলের বাছাইপর্ব পেরোতে চায় বাংলাদেশ। শুধুই অংশগ্রহণ নয়, এবার বাংলাদেশের জন্য এই টুর্নামেন্টের গুরুত্ব অন্যরকম। কারণ এবার লক্ষ্য একটাই— চূড়ান্ত পর্বে জায়গা করে নেয়া। সেই লক্ষ্য পূরণে ফুটবলার নির্বাচনের ক্ষেত্রেও নেয়া হয়েছে বিশেষ উদ্যোগ।

জাতীয় দলের নিয়মিত ক্যাম্পে থাকা অনূর্ধ্ব-২৩ বয়সী খেলোয়াড়দের সিনিয়র দলে রাখা হয়নি। তাদের ধরে রাখা হয়েছে অনূর্ধ্ব-২৩ দলেই, যাতে তারা নির্বিঘ্নে প্রস্তুতি নিতে পারেন বাছাইপর্বের জন্য।

কোচ সাইফুল বারী টিটুর অধীনে শুরু হয়েছে প্রস্তুতি ক্যাম্প। ঢাকায় শুরু হওয়া অনুশীলন পর্বের পর আগামী সেপ্টেম্বরে ভিয়েতনামে গিয়েই বাংলাদেশ মুখোমুখি হবে ইয়েমেন, সিঙ্গাপুর ও স্বাগতিক ভিয়েতনামের। চার দলের এ গ্রুপ থেকে কেবল শীর্ষ দল সরাসরি যাবে মূল পর্বে।

দলের প্রাথমিক তালিকায় ১৯ জন খেলোয়াড়কে ডাকা হয়েছে, যাদের মধ্যে শাকিল আহাদ তপু, রফিকুল ইসলাম, পিয়াস আহমেদ নোভা ও রাব্বী হোসেন রাহুলের আছে জাতীয় দলে খেলার অভিজ্ঞতা। তাদের অভিজ্ঞতা এই যুব দলের জন্য হতে পারে বড় শক্তি।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন