ঢাকা      মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২
শিরোনাম

লাওসে কঠোর অনুশীলন বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের

IMG
05 August 2025, 12:48 AM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: নতুন চ্যালেঞ্জের মুখোমুখি বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল। আগামী বুধবার (৬ আগস্ট) স্বাগতিক লাওসের বিপক্ষে মাঠে নামবে তারা। এ লক্ষ্যে সোমবার (৪ আগস্ট) দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছেন আফঈদা খন্দকাররা।

সম্প্রতি দেশের মাটিতে অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। তার আগে এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। এসব আনন্দ পেছনে ফেলে অনূর্ধ্ব-২০ নারী দলের সামনে এখন নতুন চ্যালেঞ্জ।

‘এইচ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক লাওস, দক্ষিণ কোরিয়া ও তিমুরলেস্তে। প্রতিপক্ষ কঠিন হলেও আত্মবিশ্বাসের কোনো কমতি নেই বাংলাদেশ দলের।

এই দলে রয়েছেন জাতীয় দলের বেশ কয়েকজন খেলোয়াড়। আফঈদা ও স্বপ্না রানীসহ অন্তত ৯ জন খেলেছেন এএফসি নারী চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে। এবার সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এগিয়ে যেতে চায় অনূর্ধ্ব-২০ দল।

দলের কোচ পিটার বাটলার পুরো বাছাইপর্বকে শুধুই একটি যোগ্যতা অর্জনের লড়াই হিসেবে দেখছেন না, বরং তিনি এটিকে মূল পর্বের প্রস্তুতি হিসেবেই নিচ্ছেন।

প্রথম ম্যাচে মাঠে নামার আগে বেশ কয়েকদিন সময় পায় বাংলাদেশ দল। লাওসে প্রথম দিন রানিং আর ফিটনেস ট্রেনিং করলেও দ্বিতীয় দিনের অনুশীলন ছিল কিছুটা ভিন্ন। ডিফেন্স ও মিডফিল্ড নিয়ে মনোযোগী ছিলেন ব্রিটিশ কোচ। গোলকিপিংয়েও ছিল বাড়তি মনোযোগ।

গোলকিপিং কোচ মাসুদ আহমেদ বলেন, ‘প্রথম ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ। জয় দিয়ে শুরু করতে পারলে আত্মবিশ্বাস বাড়বে এবং বাকি ম্যাচগুলোর জন্য দল মানসিকভাবে আরও প্রস্তুত থাকবে।’

দলে কোন ইনজুরি সমস্যা নেই। ফুটবলাররাও চনমনে। প্রথম ম্যাচ জিতে বাছাইপর্বে শুভ সূচনা করার লক্ষ্য বাংলাদেশের। অন্যদিকে জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না দলের অধিনায়ক আফঈদা খন্দকার। আফঈদা বলেন, ‘নতুন দেশ, নতুন অভিজ্ঞতা; সবার মন ভালো আছে। আমরা কোচের পরিকল্পনা অনুযায়ী খেলবো এবং জয় ছিনিয়ে আনতে চাই।’

প্রথম ম্যাচেই বাংলাদেশের মুখোমুখি স্বাগতিকরা। লাওসের বিপক্ষে এখনো কোনো ম্যাচ হারেনি বাংলাদেশ। আগের তিনবারের দেখায় অপরাজিত লাল-সবুজের প্রতিনিধিরা। সেই রেকর্ড ধরে রেখে এবারের মিশন শুরু করতে চায় তারা।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন