ঢাকা      মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২
শিরোনাম

অবশেষে একই মঞ্চে দেব ও শুভশ্রী

IMG
05 August 2025, 3:08 AM

এন্টারটেইনমেন্ট ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ভারতে আগামী ১৪ আগস্ট বড় পর্দায় মুক্তি পাবে 'ধুমকেতু'। সোমবার এই সিনেমার ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে একই মঞ্চে উপস্থিত হন দুই জনপ্রিয় তারকা দেব ও শুভশ্রী। একসঙ্গে সাক্ষাৎ দেওয়ার পাশাপাশি মঞ্চে ঘটে আশ্চর্য এক ঘটনা!

দেব ও শুভশ্রীকে যখন রোহন প্রশ্ন করেন, তাঁরা একে অপরকে কবে ফলো করবেন? এই প্রশ্নের উত্তরে শুভশ্রী বলেন, কে আগে ব্লক করেছিল? এই কথার উত্তরে চুপ করে যান দেব। তখনই শুভশ্রী নিজের ফোন বের করেন এবং দেবকে ফলো করেন।

শুভশ্রী দেবকে ফলো করতেই দেবও নিজের ফোন নিয়ে আসেন এবং শুভশ্রীকে ফলো করেন। এমন একটি ঘটনা বোধ হয় প্রথম ঘটলো কোনও মঞ্চে। দুই তারকা একে অপরের সব ভুল বোঝাবুঝি সরিয়ে রেখে একে অপরকে ফলো করেন সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায়।

তবে শুধু একে অপরকে ফলো করেই ব্যাপারটা শেষ হয়নি। উপস্থিত দর্শকদের সামনে দেবের সঙ্গে সেলফি তোলেন শুভশ্রী। সত্যিই এটা একটা ম্যাজিকাল মুহূর্ত তৈরি হয়। আনন্দে উৎফুল্ল হয়ে ওঠেন দর্শকরা। এই মুহূর্তটির জন্যই বোধ হয় এতোদিন অপেক্ষা করেছিলেন সকলে।

দেব এবং শুভশ্রী সবশেষ কাজ করেছিলেন ‘ধুমকেতু’ ছবিতে। এরপর আর একসঙ্গে দেখা যায়নি তাদের। ব্যক্তিগত কারণে তারা আর কাজ করেননি। কিন্তু আজও দেব এবং শুভশ্রীর সেই জুটি মানুষের ভীষণ প্রিয়, ভীষণ কাছের।

মঞ্চে দেব এবং শুভশ্রী ছাড়াও উপস্থিত ছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়, রানা সরকার, অনুপম রায় এবং ইন্দ্রদীপ দাশগুপ্ত। এদিন মঞ্চে প্রথমে সবাই পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা জানান। পরিচালক থেকে প্রযোজক সকলেই জানান, ছবি তৈরির পেছনের বিভিন্ন গল্প। গানে গানে সকলকে মঞ্চ মাতান অনুপম। অনুপমকে সঙ্গ দেন ঈশান মিত্র।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন