ঢাকা      বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২
শিরোনাম

রাঙামাটির বগাখালী সীমান্ত থেকে ভারতীয় নাগরিক আটক (ভিডিও)

IMG
07 August 2025, 5:35 PM

রাঙামাটি, বাংলাদেশ গ্লোবাল: রাঙামাটির জুড়াছড়ি উপজেলার সীমান্তবর্তী বগাখালী বাজার এলাকা থেকে ভারতীয় আধার কার্ডসহ মন চন্দ্র চাকমা (২২) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। আজ বৃহস্পতিবার সকালে বিজিবির কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধীনস্থ বগাখালী বিওপি’র টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী বগাখালী বাজার এলাকা থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকারী মন চন্দ্র চাকমাকে আটক করে।

আটককৃত ব্যক্তি ভারতের মিজোরাম রাজ্যের দক্ষিণ উগুদাসুরি চংতে লংলে এলাকার চন্দ্র হানশু চাকমার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি চোরাচালান ব্যবসার সাথে জড়িত। আটককৃত ভারতীয় নাগরিকের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন