ঢাকা      বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২
শিরোনাম

যমুনা সেতু অবরোধ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

IMG
14 August 2025, 2:44 PM

সিরাজগঞ্জ, বাংলাদেশ গ্লোবাল: সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে যমুনা সেতুর টোল প্লাজা অবরোধ করে আন্দোলন অব্যাহত রেখেছেন। আজ বৃহস্পতিবার সকাল ১১টা ৫০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যমুনা সেতুর টোল প্লাজার সংযোগস্থল অবরোধ করেন। এতে দেশের ব্যস্ততম এই সেতুর যান চলাচল বন্ধ হয়ে যায়।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। সাংবাদিকদের তিনি বলেন, 'টোল প্লাজার সংযোগস্থলে ব্যারিকেড দেওয়ায় সেতুর ওপর দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সেতুর দুই পাশে অসংখ্য যানবাহন আটকে আছে।'

পুলিশ ঘটনাস্থলে আছে এবং সমস্যা সমাধানের চেষ্টা করছে বলে জানান ওসি। এই সেতু দিয়ে প্রতিদিন প্রায় ২০ থেকে ২২ হাজার যানবাহন চলাচল করে। ঢাকার সঙ্গে ২২টি জেলার, এর মধ্যে ১৬টি উত্তরাঞ্চলের জেলা, সড়ক যোগাযোগের প্রধান মাধ্যম যমুনা সেতু।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন