ঢাকা      বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২
শিরোনাম

আবারও আলোচনায় পাঙাশ মাছ!

IMG
14 August 2025, 6:03 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: আবারও আলোচনায় পাঙাশ মাছ! বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ ‎ক'দিন আগে বলেছিলেন, ক্যাম্পে থাকা নারী ফুটবলারদের কখনোই পাঙাশ মাছ খাওয়ানো হয় না। ‎আজ সাফ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস বললেন, ‘না কখনো পাঙাশ মাছ দেওয়া হয় না।’

‎দীর্ঘদিন ধরে নারী ফুটবলের টিম স্পনসর ঢাকা ব্যাংক। তাদের সঙ্গে বাফুফের চুক্তি কত দিনের এবং কী পরিমাণ অর্থ তারা ফেডারেশনকে দিচ্ছে, সেটা জানতে প্রসঙ্গক্রমে পাঙাশের কথা চলে আসে।

‎‎ঢাকা ব্যাংক এত টাকা দিলে মেয়েরা কেন ক্যাম্পে পাঙাশ মাছ খায়? সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘অর্পিতা এখানে বসা আছে, জিজ্ঞেস করেন, ওরা পাঙাশ মাছ খায় নাকি।’ এরপরই এক লাইনে অর্পিতার উত্তর, ‘না কখনো পাঙাশ মাছ দেওয়া হয় না।’

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন