এন্টারটেইনমেন্ট ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ভারতীয় চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এবং অভিনেত্রী রাফিয়াত রাশিদ মিথিলার দাম্পত্য নিয়ে গুঞ্জনের শেষ নেই। টালিউডের ফিসফাস, ইতিমধ্যেই ছাদ আলাদা হয়েছে তাদের। সম্পর্কে এসেছে তিক্ততা। সৃজিতের পাশে আর দেখা যায় না তার অভিনেত্রী স্ত্রীকে। দাম্পত্যের তাল কাটলেও মেয়ে আয়রার প্রতি সৃজিতের ভালবাসায় ঘাটতি নেই। আরও একবার তা মনে করিয়ে দিলেন পরিচালক।
সম্প্রতি এক বিজ্ঞাপনে মা মিথিলার সঙ্গে অভিনয় করেছে আয়রা। সেটি নিজের ফেসবুক পেজে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন সৃজিত। মেয়ের প্রতি অগাধ স্নেহ প্রকাশ করে লিখেছেন, ‘আয়রু, তুমি রকস্টার’। স্ত্রী মিথিলার জন্য যদিও কোনও শব্দ খরচ করেননি তিনি।
গায়ক তাহসান রহমান খান এবং মিথিলার সন্তান আয়রা। ২০১৯ সালে সৃজিতকে বিয়ে করার পর মেয়েকে নিয়ে কলকাতা চলে আসেন অভিনেত্রী। খুব কম সময়েই সৃজিতের সঙ্গে আয়রার সখ্য গড়ে ওঠে। তাকে নিজের মেয়ের মতোই ভালবেসেছেন সৃজিত। তাই আয়রার সাফল্যে যে তিনি খুশি হবেন, তা বুঝে নিতে অসুবিধা হয় না।
২০১৭ সালে বিচ্ছেদ হয় তাহসান-মিথিলার। এগারো বছরের দাম্পত্য ভাঙেন দেশের অন্যতম জনপ্রিয় দুই তারকা। ২০১৯ সালে ভালবেসে বিয়ে করেন সৃজিত-মিথিলা। কিন্তু আপাতত আলাদাই থাকছেন তারা।
অন্যদিকে, সৃজিতের সঙ্গে সুস্মিতা চট্টোপাধ্যায়ের রসায়ন নিয়ে জল্পনার শেষ নেই। কনসার্ট থেকে ছবির প্রিমিয়ার, বিরিয়ানি আড্ডা, সর্বত্রই পরিচালকের পাশে রয়েছেন নায়িকা। সৃজিতের লহ গৌরাঙ্গের নাম রেতেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সুস্মিতাকে। পরিচালক এবং নায়িকা তাঁদের প্রেমের গুঞ্জন নাকচ করেছেন। কিন্তু শুধু বন্ধুত্বের সুবাদেই কি এত ঘনিষ্ঠতা?
সুস্মিতা বলেন, “আমি আগেও বলেছি, আবারও বলছি। আমি আর সৃজিত শুধুই ভাল বন্ধু। দু’জন বন্ধু কি একসঙ্গে কোথাও যেতে পারে না? আমাদের মধ্যে সত্যিই যদি প্রেম থাকত, তা হলে নিশ্চয়ই এভাবে খোলাখুলি সব জায়গায় একসঙ্গে আসতাম না। কিছুটা লুকোছাপা থাকত। কিন্তু আমরা তো কোনও রাখঢাকই করছি না।”
তিনি আরও বলেন, “আমাদের ছবি মুক্তি পেতে চলেছে। একসঙ্গে কাজ করেছি। আমাদের একসঙ্গে দেখা যাওয়ার নেপথ্যে সেটা একটা বড় কারণ। ভবিষ্যতে আমি অন্য কারও সঙ্গে কাজ করব। তখন কাজের সুবাদে তার সঙ্গেও যে আমায় দেখা যাবে না, এ কথা কে বলতে পারে! ২০২১ সালে প্রথম ছবি। তার পর যতগুলো কাজ করেছি, সেগুলো নিজের জোরেই পেয়েছি। খুঁটি ধরে উঠতে হলে প্রথমেই সেটা করতাম। এত বছর পর সৃজিতের সঙ্গে বন্ধুত্ব করতাম না। এখন ইন্ডাস্ট্রিতে আমার নিজের একটা জায়গা তৈরি হয়েছে। আর আমাদের বন্ধুত্ব হওয়ার আগেই ও আমায় ছবিতে নেয়। তারপর আমরা বন্ধু হই।”
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com