ঢাকা      রবিবার, ১৭ আগস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২
শিরোনাম

প্রীতি ম্যাচকে সামনে রেখে বাহরাইনে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের কঠোর অনুশীলন

IMG
16 August 2025, 3:49 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবালঃ এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ ফুটবল বাছাইয়ে বাংলাদেশের গ্রুপে আছে স্বাগতিক ভিয়েতনাম, সিঙ্গাপুর ও ইয়েমেন। বাছাইয়ে ১১ গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা চার রানার্স আপ দল পাবে চূড়ান্ত পর্বের টিকিট। আগামী বছর সৌদি আরবে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ।

এই টুর্নামেন্টকে সামনে রেখে আগামী ২৬ আগস্ট পর্যন্ত বাহরাইনে থাকবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল। সেখানে বাহরাইন অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে ১৮ ও ২২ আগস্ট দু'টি প্রীতি ম্যাচ খেলবে তারা।

প্রীতি ম্যাচকে সামনে রেখে বাহরাইনে কঠোর অনুশীলন করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল। বাহরাইন থেকে দেশে ফিরে ২৯ আগস্ট ভিয়েতনামের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ দল।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন