ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন আবেদনের শুনানি দুই মাস পিছিয়েছে। খায়রুল হকের আইনজীবীর করা মুলতবি আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার এ আদেশ দেন। আজ এই বেঞ্চে জামিন আবেদনটির শুনানি হওয়ার কথা ছিল। শুনানির সময় রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
আদালতে খায়রুল হকের পক্ষে ছিলেন আইনজীবী জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের জন্য নির্ধারিত জ্যেষ্ঠ আইনজীবীদের ব্যক্তিগত অসুবিধার কারণে তিনি শুনানি মুলতবির আরজি জানান। তবে ব্যক্তিগত অসুবিধাগুলো কী, তা তিনি উল্লেখ করেননি।
আইনজীবী জাহাঙ্গীর হোসেন আরও জানান, আদালতের আসন্ন বার্ষিক ছুটির পর জামিন আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে। আগামী ৫ সেপ্টেম্বর থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে বার্ষিক ছুটি শুরু হবে, যা ১৯ অক্টোবর পর্যন্ত চলবে।
এর আগে, গত ১১ আগস্ট এই বেঞ্চেই খায়রুল হকের জামিন আবেদনের শুনানি নিয়ে রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীদের মধ্যে হট্টগোল হয়। সেদিন আদালত শুনানির জন্য আজকের তারিখ ধার্য করেন।
গত বছরের ১৮ জুলাই রাজধানীর যাত্রাবাড়ীতে যুবদল কর্মী আব্দুল কাইয়ুম আহাদ হত্যার অভিযোগে করা মামলায় গত ২৪ জুলাই ঢাকার ধানমন্ডির একটি বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই দিনে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর গত ৭ আগস্ট মামলার বিচারিক কার্যক্রম স্থগিত করা এবং জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন বিচারপতি খায়রুল হক।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com