ঢাকা      সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২
শিরোনাম

জামায়াত নেতার গলাকাটা লাশ উদ্ধার

IMG
17 August 2025, 3:30 PM

সাইফুল মিলন, গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিল থেকে নজরুল ইসলাম (৩৪) নামে এক জামায়াত নেতার গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার (১৭ আগস্ট) সকালে উপজেলার নাকাই ইউনিয়নের শীতলগ্রামের বাগুরার বিল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত নজরুল ইসলাম উপজেলার নাকাই ইউনিয়নের শীতলগ্রামের মৃত তোফাজ্জল ইসলামের ছেলে। তিনি ওই ইউনিয়নের শীতলগ্রাম ওয়ার্ড জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠনের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ছিলেন।

স্বজন ও স্থানীয়রা জানান, নজরুল ইসলাম শীতলগ্রাম বাজারে একটি মনোহারি দোকানের পাশাপাশি বিকাশের ব্যবসা করতেন। তিনি মাঝে মধ্যে দোকানেই রাত কাটাতেন। এরই ধারাবাহিকতায় পরিবারের লোকজন মনে করেন শনিবার রাতেও দোকানদারী শেষ করে তিনি দোকানেই ঘুমিয়েছেন। একপর্যায়ে আজ রোববার সকালে বিলের ধারে রাস্তার পার্শ্বে এক ব্যক্তির গলাকাটা লাশ পড়ে থাকতে দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ।

শ্রমিক কল্যাণ ফেডারেশনের নাকাই ইউনিয়নের সভাপতি আশরাফুল ইসলাম বলেন, নজরুল ইসলাম একজন ব্যবসায়ী ও সংগঠনের নিবেদিত কর্মী ছিলেন। তিনি এ হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ জানান। সেই সাথে নজরুল হত্যাকান্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যাবস্থা প্রক্রিয়াধীন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন