ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময়সীমা একদিন বাড়িয়েছে কর্তৃপক্ষ। গতকাল সোমবার রাতে ডাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ সবার জন্য সমান ও সমুন্নত রাখতে মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণের সময় একদিন বাড়ানো হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে এবং আগামীকাল বুধবার বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।
অনেক শিক্ষার্থী হল ও কেন্দ্রীয় দপ্তর থেকে নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেননি বলেও জানায় নির্বাচন কমিশন জানায়। তফসিল অনুযায়ী, গতকাল সোমবার মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন ছিল। জমা দেওয়ার শেষ সময় ছিল আজ মঙ্গলবার।
গতকাল বিকেল পর্যন্ত ডাকসু নির্বাচনে অংশ নিতে শিক্ষার্থীরা মোট ৫৬৫টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া হল সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র বিতরণ হয়েছে এক হাজার ২২৬টি।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com