ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: সরকারের সমালোচনা করে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন অনেক রাশিয়ান, তাদের মধ্যে অনেকেই এখন বিভিন্ন দেশে অবস্থান করছেন৷ তাদের কারো কারো আশা, ‘মানবিক ভিসা’ নিয়ে জার্মানিতে আসা৷ কিন্তু বর্তমানে এই ভিসা প্রক্রিয়া স্থগিত করেছে জার্মান কর্তৃপক্ষ৷ গত জুলাই মাস থেকে জার্মান কর্তৃপক্ষ স্থগিত রেখেছে তাদের মানবিক ভিসা প্রদান ব্যবস্থা৷ এর ফলে তিনশ রুশ ও বেলারুশের নাগরিক এই ভিসার সুবিধা থেকে বঞ্চিত হবেন বলে জানিয়েছে দ্য আর্ক প্রজেক্ট৷ এই সংস্থাটি ২০২২ সাল থেকে রুশ কর্তৃপক্ষের হাতে নির্যাতিত রাশিয়ানদের নিরাপদে দেশ ছাড়তে সাহায্য করে আসছে৷ এর আগে, এমন ব্যক্তিরা জার্মানিতে আসার ভিসা পেতেন৷
এমন রাশিয়ান ও বেলারুশিয়ানদের একটি বড় অংশ বর্তমানে আছেন সাবেক সোভিয়েত ইউনয়নের অধীনে থাকা রাষ্ট্রগুলিতে, যেমন: আর্মেনিয়া, আজারবাইজান, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানে৷ কিন্তু আইনজীবী ও দ্য আর্ক প্রজেক্টের প্রতিষ্ঠাতা আনাস্তাশিয়া বুরাকোভার মতে, ‘‘রাশিয়ান কর্তৃপক্ষ চাইলেই এই দেশগুলিকে প্রত্যার্পণের নোটিশ পাঠাতে পারে, যদি সেই ব্যক্তি রাজনৈতিক উদ্দেশ্য থাকা কোনো মামলায় জড়িত হন৷ এছাড়া আরমেনিয়া ও কিরগিজস্তানে আমরা দেখেছি কীভাবে গুমের ঘটনা ঘটছে, তারপর সেই ব্যক্তিরা রাশিয়ার কারাগারে পৌঁছাচ্ছেন৷’’
গত সাড়ে তিন বছরে জার্মানিতে দু’হাজার ৬০০ জন রাশিয়ান ব্যক্তিকে এই মানবিক ভিসা দেওয়া হয়েছিল৷ জার্মান স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডয়চে ভেলেকে জানিয়েছে, বিশেষ ব্যক্তিভেদে ছাড় দিয়ে ভিসা প্রদান করা হলেও পুরো প্রক্রিয়ার যাচাই হওয়া পর্যন্ত এমন ভিসা প্রদান তারা স্থগিত রাখছে৷
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com