ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: যুদ্ধ থামাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনটাই জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের একটি রেডিও অনুষ্ঠান মার্ক লেভিন শো-তে ট্রাম্প বলেন, পুতিন ও জেলেনস্কির সম্পর্ক 'খারাপ'। তিনি বলেন, বৈঠকে তারা কী করেন, সেটাই এখন দেখার। যুদ্ধে অনেক প্রাণহানি হয়েছে এবং এখনই যুদ্ধ থামানো দরকার বলেও জানিয়েছেন তিনি।
এর আগে, জেলেনস্কির সঙ্গে বৈঠকে পুতিনের সঙ্গে মুখোমুখি বৈঠকে বসার পরামর্শ দেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দেশগুলো ইউক্রেনের নিরাপত্তার ক্ষেত্রে সাহায্য করবে বলেও জানান তিনি।
অন্যদিকে, ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্যসহ ইউরোপের দেশগুলির প্রধানরা বৈঠকে বসেন। অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ড ন্যাটোর সদস্য নয়। এই দুই দেশই জানিয়েছে, পুতিন এবং জেলেনস্কির বৈঠক তাদের দেশে হওয়া সম্ভব। যদিও ওয়াশিংটন এই বৈঠকটি হাঙ্গেরিতে করতে চায় বলে জানা গেছে।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com