ঢাকা      শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২
শিরোনাম

আজ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাহরাইনের বিপক্ষে জয় চায় বাংলাদেশ

IMG
22 August 2025, 12:39 AM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: বাহরাইনে ১২ দিনের ক্যাম্প চলছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দলের। দেশটির অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচেও নিজেদের ঝালিয়ে নেবে বয়সভিত্তিক দলটি। যার প্রথম ম্যাচে হেরে গেছে সফরকারীরা, সেখান থেকে ভুলগুলো শুধরে নিতে পরের ম্যাচে চোখ কোচ সাইফুল বারী টিটুর দলের।

আজ শুক্রবার দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে স্বাগতিক ও সফরকারী দল দুটি। প্রথম ম্যাচের পর একদিনের পূর্ণ বিশ্রাম শেষে বাংলাদেশ কঠোর অনুশীলন করেছে। ভুলগুলো নিয়ে কাজ করছেন কোচ সাইফুল। তিনি জানালেন, খেলোয়াড়রা সামনে যারা দারুণ কিছুর অপেক্ষায়।

পরের ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়বে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ নিয়ে আশাবাদী দল। ভিডিও বার্তায় এমনটাই বলেছেন গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল। তিনি বলেছেন, ‘সপ্তম দিন শেষ করলাম। ভালোই ছিল আমাদের অনুশীলন। কোচ আগের ভুলগুলো বুঝিয়েছে ছেলেদের, তারাও বুঝতে পেরেছে। অনুশীলন নিয়ে কোচ খুশি। আশা করছি আগামী ম্যাচে ভালো করবো এবং জয় পাবো।’

গোলরক্ষক মোহাম্মদ আসিফ বলেছেন, ‘আমাদের গত ম্যাচের যে ভুলত্রুটি ছিল, সেটি নিয়ে মূলত কাজ করছি আমরা। একদিন বিশ্রামের পর এ বিষয়ে কাজ করতে মাঠে নেমেছিলাম আমরা। অনুশীলন সেশনটা ভালো গেছে, কোচের পরিকল্পনা মতো এগোতে পারলে ভালো করবো।’

গরমের মধ্যে কষ্ট হলেও ভালো চলছে অনুশীলন। ফরোয়ার্ড পিয়াস আহমেদ নোভা বলেছেন, ‘অনেক গরমের মধ্যে কষ্ট করে চলেছি, এটি আমাদের জন্য একটি ভালো দিক। এএফসিতে আমাদের যে মানের দলের সাথে খেলা, সেই মানের দলের সাথেই আমরা এখানে খেলছি। এটা আমাদের জন্য ভালো সুযোগ, এখানকার ভুলগুলো থেকে শিখে এএফসিতে কাজে লাগাবো আমরা।’

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন