ঢাকা      শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২
শিরোনাম

‘হানি ট্র্যাপ’ ও চাকরির প্রলোভনে প্রতারণার ঘটনায় গ্রেপ্তার ৭

IMG
22 August 2025, 10:30 AM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: হানি ট্র্যাপ ও চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার ঘটনায় সংঘবদ্ধ প্রতারক চক্রের তিন নারী সদস্যসহ সাতজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার রাজধানীর শেওড়াপাড়া ও তেজগাঁও এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন: বিপ্লব খান, ফারিন তানহা তোফা, সম্পা আক্তার, শাহ মোহাম্মদ জোবায়ের অভিক, আল মাসুদ, মনিকা আক্তার ও আবু সুফিয়ান।

এ বিষয়ে ডিবির মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মিজানুর রহমান বলেন, গত ১৩ আগস্ট মোহাম্মদপুরের নুরজাহান রোডের এসপিসি থেরাপি সেন্টারে শরীয়তপুরের মো. রহমান ও বান্দরবানের মনির উদ্দিনের পরিচয় হয়। পেশায় গাড়ি চালক রহমানের কক্সবাজারের পেকুয়া সাবমেরিন চায়না প্রজেক্টে দোভাষী হিসেবে কর্মরত মনিরের মধ্যে বন্ধুত্ব হয়। সেই সুবাদে ১৯ আগস্ট রহমানকে চাকরির বিজ্ঞাপন থেকে মোবাইল নম্বর নিয়ে যোগাযোগ করতে বলেন। ভুক্তভোগী রহমান যোগাযোগ করলে তাকে মিরপুরের বারেক মোল্লা এলাকায় আসতে বলেন চক্রের সদস্যরা।

তিনি বলেন, সেখান থেকে তাদের নিয়ে শেওড়াপাড়ায় একটি বাসায় আটকিয়ে মারধর শুরু করেন তারা। তিনজন নারীকে তাদের পাশে বসিয়ে ভিডিও ধারণ করা হয়। পরে প্রতারকরা তাদের কাছ থেকে নগদ ১১ হাজার টাকা, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আরও ৫৫ হাজার টাকা ও তাদের মোবাইল হাতিয়ে নেয়। ঘটনা কোথাও প্রকাশ করলে ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার হুমকি দিয়ে তাদের বাসা থেকে বের করে দেয়া হয়। থানায় অভিযোগের পর ডিবি চক্রের সন্ধান পায়।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ফেসবুক, ইমো এবং টেলিগ্রামের মাধ্যমে অনৈতিক কার্যক্রম ও চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছেন বলে জানান। আত্মসম্মানের ভয়ে ভুক্তভোগীরা পুলিশের কাছে অভিযোগ না করায় চক্রটি প্রতারণা করে আসছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন