ঢাকা      শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২
শিরোনাম

কলম্বিয়ায় ট্রাকে বোমা বিস্ফোরণ, হেলিকপ্টারে গুলি, নিহত ১৭

IMG
22 August 2025, 11:56 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: কলম্বিয়ার কালির সামরিক ঘাঁটির কাছে একটি ট্রাকে বোমা বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে। স্থানীয় মেয়রের দপ্তর থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার দুপুরে সামরিক বিমান চালনার স্কুলের সামনের রাস্তায় বিস্ফোরণটি ঘটে।

এই ঘটনা ঘটার কয়েক ঘণ্টা আগে উত্তর কলম্বিয়ার ডিপার্টমেন্ট অফ অ্যান্টিকোয়াতে একটি পুলিশের হেলিকপ্টারকে গুলি করে নামানো হয়। এই ঘটনায় ১২ জন কর্মকর্তার মৃত্যু হয়। আহত হন আরো অনেকে। জাতীয় পুলিশের ব্ল্যাক হক হেলিকপ্টারটি প্রত্যন্ত আমালফি অঞ্চলে পুলিশ কর্মকর্তাদের নিয়ে যাচ্ছিল।

ওই অঞ্চলে কোকেনে ব্যহৃত কোকো পাতার চাষ হয়। আন্টিকোয়ার গভর্নর আন্দ্রেস জুলিয়ান এক্স হ্যান্ডেলে জানান, হেলিকপ্টারটি কোকো পাতা চাষের অঞ্চলের উপর প্রদক্ষিণ করা শুরু করতেই একটি ড্রোন সেটিকে আক্রমণ করে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন