ঢাকা      সোমবার, ২৫ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২
শিরোনাম

এশিয়া কাপের জন্য বাংলাদেশ জাতীয় হকি দলের জার্সি উন্মোচন

IMG
24 August 2025, 10:08 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ভারতের বিহারে আগামী ২৯ আগস্ট শুরু হতে যাচ্ছে ‘মেনস এশিয়া কাপ ২০২৫’ হকি প্রতিযোগিতা। এই টুর্নামেন্টে অংশ নিতে প্রস্তুত বাংলাদেশ জাতীয় হকি দল। এ উপলক্ষ্যে আজ রোববার (২৪ আগস্ট) বাংলাদেশ বিমানবাহিনীর ফ্যালকন হলে দলের জার্সি উন্মোচন এবং ফটো সেশন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিমানবাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। তিনি খেলোয়াড়দের শৃঙ্খলা, দলীয় সংহতি ও সমন্বয় বজায় রেখে প্রতিযোগিতায় অংশগ্রহণের আহ্বান জানান এবং জাতীয় দলের সাফল্যের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

এবারের এশিয়া কাপে বাংলাদেশসহ মোট আটটি দল অংশ নিচ্ছে। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও চাইনিজ তাইপে। অন্যদিকে ‘এ’ গ্রুপে খেলবে ভারত, জাপান, চীন ও কাজাখস্তান।

প্রতিযোগিতায় অংশগ্রহণের আগে যুব বিশ্বকাপের প্রশিক্ষণ কর্মসূচির পাশাপাশি জাতীয় দলের জন্য গত ৯ আগস্ট থেকে ২৬ আগস্ট পর্যন্ত মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বিশেষ ক্যাম্প অনুষ্ঠিত হয়। জাতীয় হকি দলের জার্সি উন্মোচন অনুষ্ঠানে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং হকি ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন