ঢাকা      মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২
শিরোনাম

৫ দিনের রিমান্ডে তৌহিদ আফ্রিদি

IMG
25 August 2025, 8:45 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: জুলাই গণঅভ্যুত্থানে ঢাকার যাত্রাবাড়ীতে আশাদুল হক বাবু হত্যা মামলায় গ্রেপ্তার কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আলাদাত। আদালতে কর্মরত এক উপ-পরিদর্শক সাংবাদিকদের জানান, পুলিশের সাত দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

কঠোর নিরাপত্তার মধ্যে আজ বিকেল ৩টা ২৬ মিনিটে তৌহিদ আফ্রিদিকে আদালত কক্ষে নেওয়া হয়। রিমান্ড শুনানি চলাকালে কোনো কথা বলেননি তৌহিদ আফ্রিদি। তাকে রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের বক্তব্য মনোযোগ সহকারে শুনতে দেখা যায়। বিকেল ৩টা ৪০ মিনিটে ম্যাজিস্ট্রেট তার রিমান্ড আদেশ দেন।

এর আগে, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল গতকাল বরিশালে চাচার বাড়ি থেকে তৌহিদকে গ্রেপ্তার করে। গত ১৭ আগস্ট একই মামলায় তৌহিদের বাবা ও মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে ঢাকার গুলশান থেকে গ্রেপ্তার করা হয়। ১৮ আগস্ট পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয় সাথীকে।

গত বছরের ২৭ আগস্ট নিহত বাবুর বাবা জয়নাল আবেদীন আদালতে শেখ হাসিনাসহ ২৪ জনের বিরুদ্ধে হত্যা মামলাটি করেন। পরে ওই বছরের ৩০ আগস্ট আদালতের নির্দেশে যাত্রাবাড়ী থানা মামলাটি এফআইআর হিসেবে নথিভুক্ত করে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন