ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: সীমান্তবর্তী এলাকায় বন্যার সতর্কতা পাকিস্তানের সাথে ভাগ করে নিয়েছে ভারত৷ সোমবার নতুন দিল্লির একটি সূত্র ও পাকিস্তানি কর্তৃপক্ষ বার্তা সংস্থা রয়টার্সকে এমনটা নিশ্চিত করেছে।
এমন সতর্কতা অবাক করেছে কূটনৈতিক মহলকে। কারণ গত এপ্রিল মাস থেকে ভারতই ইসলামাবাদের সাথে থাকা সিন্ধু নদ চুক্তিকে স্থগিত করে আসছে৷ সিন্ধুর পানি বিষয়ক চুক্তির অধীনে নয়, বরং ‘মানবিক কারণে’ রোববার ইসলামাবাদে অবস্থিত ভারতীয় দূতাবাস বন্যার এমন সতর্কতা জারি করেছে বলে জানায় ভারতীয় সূত্র৷
মে মাস থেকে এটিই দুই দেশের মধ্যে প্রথম কূটনৈতিক সম্পর্কের খবর, যা প্রকাশিত হয়েছে৷ তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি৷ পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় যে, এই সতর্কতা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আসে৷ এই মাসে ভারতের জম্মু ও কাশ্মীর অঞ্চলের আকস্মিক বন্যায় অন্তত ৬০ জনের মৃত্যু ঘটে ও একই বন্যায় পাকিস্তানের উত্তর পশ্চিম অঞ্চলের প্রায় চারশ মানুষ প্রাণ হারান৷
ভারতের সতর্কতায় বলা হয় যে, শতদ্রু নদীতে পানি বাড়তে পারে, এমনটা জানান পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মী মাজহার হুসেন৷ সোমবার এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের প্রতি আহ্বান জানায় সিন্ধু নদের পানি চুক্তির নীতিমালা মেনে চলতে৷
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com