ঢাকা      বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২
শিরোনাম

প্রীতির হ্যাটট্রিকে নেপালকে হারালো বাংলাদেশ

IMG
27 August 2025, 7:33 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: সুরভী আকন্দ প্রীতির হ্যাটট্রিকে সাফ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে নেপালকে হারালো বাংলাদেশ। আজ বুধবার ভুটানের থিম্পুতে নেপালের বিপক্ষে ৪-১ গোলের জয় পায় বাংলাদেশের মেয়েরা।

ম্যাচের প্রথমার্ধের ৩৯ মিনিটে থুনুই মারমার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। বিরতির খানিক আগে প্রীতি বাড়ান ব্যবধান, প্রথমার্ধের যোগ করা সময়ে ভুমিকা নেপালের হয়ে ব্যবধান কমান।

বিরতির পর আরও গোছানো ফুটবল উপহার দিতে থাকে বাংলাদেশ। ৭১ মিনিটে কর্নার থেকে বল পেয়ে ফাঁকায় দাঁড়ানো প্রীতি পা দিয়ে ঠোকা মেরে বল জালে জড়ান। ৮৭ মিনিটে সতীর্থের ক্রস থেকে নিজের হ্যাটট্রিক ও দলের জয় নিশ্চিত করেন এই ফরোয়ার্ড।

এই জয়ের ফলে চার ম্যাচে বাংলাদেশের পয়েন্ট হলো ৯। তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ভারত। শেষ ম্যাচে বাংলাদেশকে চ্যাম্পিয়ন হতে হলে ভারতকে কমপক্ষে তিন গোলের ব্যবধানে হারাতে হবে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন