ঢাকা      বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২
শিরোনাম

যমুনা অভিমুখে বুয়েট শিক্ষার্থীদের পদযাত্রায় বাধা, আহত ৮ পুলিশ সদস্য

IMG
27 August 2025, 8:14 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: তিন দফা দাবিতে আন্দোলনরত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থীদের যমুনা অভিমুখে পদযাত্রা ঠেকাতে গিয়ে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আট সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আজ বুধবার (২৭ আগস্ট) বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে অগ্রসর হওয়ার চেষ্টা করলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে আহত পুলিশ সদস্যদের দ্রুত রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়।

আহতরা হলেন- ডিএমপি’র রমনা জোনের ডিসি মাসুদ আলম, অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) রেজোয়ানুল ইসলাম (৩৭), এসআই তৌহিদুল ইসলাম, এএসআই ফরহাদ আলী (২৯), কনস্টেবল আদিব (২২), কনস্টেবল আমিনুল ইসলাম (২০) ও কনস্টেবল শ্রাবণ (২০)। এর মধ্যে এসআই তৌহিদুল ইসলাম ও কনস্টেবল আদিবের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

বুয়েট শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেয়া, ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা এবং দশম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেয়া।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন