শরীয়তপুর, বাংলাদেশ গ্লোবাল: শরীয়তপুরের জাজিরা উপজেলায় মসজিদের ইমামকে হুমকি দেওয়ার প্রতিবাদ করায় এক বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাতে বড়কান্দি ইউনিয়নের ওমরদি মাদবরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম খবির সরদার (৫০)। তিনি ওমরদি মাদবরকান্দি এলাকার প্রয়াত ইউনূস সরদারের ছেলে এবং বড়কান্দি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক। অভিযুক্ত ব্যক্তির নাম আলমাস সরদার। ঘটনার পর থেকে তিনি পলাতক।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওমরদি মাদবরকান্দি এলাকার মসজিদে ভোরে মাইকে আজান দেওয়া ও বয়ান করায় ঘুমের ব্যাঘাত হচ্ছে– এমন অভিযোগ তুলে সম্প্রতি ইমামকে হুমকি দেন আলমাস। বিষয়টি জানাজানি হলে মসজিদ কমিটির সদস্যরা প্রতিবাদ জানান এবং পরে থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এতে আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন আলমাস। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তিনি বাড়ির সামনে খবিরকে ছুরিকাঘাত করেন। স্থানীয়রা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
জাজিরা উপজেলা বিএনপির সভাপতি বজলুর রশিদ শিকদার বলেন, ‘খবির সরদারকে হত্যায় জড়িত ব্যক্তির দ্রুত গ্রেপ্তার দাবি করছি।’ এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ড. আশিকুর রহমান সাংবাদিকদের জানান, অভিযুক্ত ব্যক্তিকে আটকের চেষ্টা চলছে। তবে এখনও কেউ মামলা করেননি।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com