ঢাকা      শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২
শিরোনাম

এশিয়া কাপের শিরোপা জিততে চায় ভারত (ভিডিও)

IMG
28 August 2025, 8:37 PM

রাজগির, বাংলাদেশ গ্লোবাল: শেষবার মালয়েশিয়াকে হারিয়ে ভারত এশিয়া সেরা হয়েছিল আট বছর আগে ৷ ঢাকায় সেবার ২-১ গোলে ফাইনাল জিতে এশিয়া সেরা হয় 'মেন ইন ব্লু' ৷ হকিতে চতুর্থবার মহাদেশীয় প্রতিযোগিতায় সেরা হওয়ার লক্ষ্যে আগামীকাল শুক্রবার এশিয়া কাপে অভিযান শুরু করছে হরমনপ্রীত সিং অ্যান্ড কোম্পানি ৷ দেশের মাটিতে বাড়তি জনসমর্থনের সুবিধা নিয়ে প্রথম ম্যাচে চীনের মুখোমুখি হবে তারা ৷

টোকিও অলিম্পিকে পোডিয়াম শীর্ষে ফিনিশ করলেও ২০২২ সালের এশিয়া কাপে চ্যাম্পিয়ন হতে পারেনি ভারতীয় দল ৷ জাপানকে ১-০ গোলে হারিয়ে তৃতীয় স্থানে থেমেছিল তাঁরা ৷ ফাইনালে মালয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে পঞ্চমবারের জন্য শিরোপা জিতেছিল দক্ষিণ কোরিয়া ৷ ১৯৮২ সালে শুরু হওয়া এই মহাদেশীয় প্রতিযোগিতায় সর্বাধিক পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ কোরিয়া ৷

আগামী বছর বেলজিয়াম ও নেদারল্যান্ডসে বসবে হকি বিশ্বকাপের ষোড়শ সংস্করণ ৷ শুক্রবার থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপ আগামী বছর বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক প্রতিযোগিতাও বটে ৷ ২০২৫ সালের এশিয়া কাপে বিজয়ী দল সরাসরি জায়গা করে নেবে আগামী বছর বিশ্বকাপের মূল পর্বে ৷

বিহারের রাজগিরে এশিয়ার আট শক্তিধর দেশকে নিয়ে শুরু হচ্ছে মহাদেশীয় এই প্রতিযোগিতা ৷ পহেলগাঁও হামলার পর ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে অবনতির কারণে এশিয়া কাপে এবার অংশ নিচ্ছে না পাকিস্তান ৷ তারাও প্রতিযোগিতায় তিনবারের বিজয়ী ৷

পাকিস্তানের পাশাপাশি এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করেছে ওমান ৷ পরিবর্তে বাংলাদেশ ও কাজাখস্তানকে নিয়ে শুরু হচ্ছে টুর্নামেন্ট ৷ আটটি দলকে ভাগ করা হয়েছে দু'টি গ্রুপে ৷ ভারত, বাংলাদেশ, কাজাখস্তান ছাড়া বাকি পাঁচটি দল হলো: দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, জাপান, চীন এবং চায়নিজ তাইপে ৷

রাউন্ড-রবিন ফরম্যাটে প্রত্যেকটি দল একে অপরের বিরুদ্ধে খেলার পর সুপার ফোরে পৌঁছে যাবে দু'টি গ্রুপের প্রথম দুই দল ৷ সুপার ফোরে শীর্ষস্থানে শেষ করা দু'দল আগামী ৭ সেপ্টেম্বর ফাইনালে মুখোমুখি হবে ৷ চ্যাম্পিয়ন দল পৌঁছে যাবে বিশ্বকাপে ৷

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন