ঢাকা      শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২
শিরোনাম

বাংলাদেশের জন্য শুভ কামনা জানালেন হকি ইন্ডিয়ার সেক্রেটারি জেনারেল

IMG
28 August 2025, 11:12 PM

রাজগির, বাংলাদেশ গ্লোবাল: ভারতের বিহারের রাজগিরে আগামীকাল শুক্রবার (২৯ আগস্ট) শুরু হচ্ছে হিরো এশিয়া কাপ। পাকিস্তান এবং ওমান এই টুর্নামেন্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে। তাদের পরিবর্তে খেলার সুযোগে পেয়েছে বাংলাদেশ এবং কাজাখস্তান। এশিয়া কাপে বাংলাদেশের জন্য শুভ কামনা জানিয়েছেন হকি ইন্ডিয়ার সেক্রেটারি জেনারেল ও এশিয়ান হকি ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ভোলা নাথ সিং।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজগিরে বাংলাদেশ গ্লোবালকে দেয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বাংলাদেশের কাছে সুন্দর খেলা দেখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। এ সময় রাজগিরে এশিয়া কাপ সফলভাবে আয়োজনে বিহার রাজ্য সরকার এবং ভারতীয় হকি ফেডারেশনের নেওয়া পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানান তিনি। স্বাগতিক ভারত টুর্নামেন্ট জিতবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাকিস্তান হকি দলের এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করে নেয়ার বিষয়েও কথা বলেন হকি ইন্ডিয়ার সেক্রেটারি জেনারেল ভোলা নাথ সিং।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন