ঢাকা      শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২
শিরোনাম

নেদারল্যান্ডসকে হালকা করে দেখার সুযোগ নেই: সিমন্স

IMG
29 August 2025, 8:14 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: সিলেটে আগামীকাল শনিবার শুরু হচ্ছে তিন ম্যাচের বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের আগে সতর্ক বাংলাদেশ। নিশ্চিতভাবেই নেদারল্যান্ডসের মতো ছোটো দলের কাছে হারলে সমালোচনার মুখে পড়তে হবে স্বাগতিকদের। বিশেষ করে এশিয়া কাপের প্রস্তুতির জন্য এই সিরিজটি আয়োজন করা হচ্ছে। ফলে ডাচদের বিপক্ষে হারলে এশিয়া কাপের প্রস্তুতি নিয়েও বড় প্রশ্ন উঠবে। তবে বাংলাদেশ কোচ ফিল সিমন্স মনে করেন, হারলে সমালোচনা সহ্য করতেই হবে।

যদিও নেদারল্যান্ডসের বিপক্ষে ভালো খেলে জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। আর নেদারল্যান্ডসকেও সমীহের চোখে দেখছেন সিমন্স। তিনি মনে করেন, অস্ট্রেলিয়ার মতো বড় দলের বিপক্ষে হারলেও সমালোচনা হয়।

আজ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'অস্ট্রেলিয়ার কাছে হারলেও তো ক্রিটিসিজম হবে। টেবিলের নিচের কোনো দলের কাছে হারলে, এর মানে এই না তারা খারাপ দল। নির্দিষ্ট দিনে ভালো না খেললে আমরা ক্রিটিসিজম পাওয়াটা ডিজার্ভ করি। যদি আমরা ভালো খেললেও তারা আমাদের হারিয়ে দেয়, তখন (তারা প্রশংসা পাওয়াটা) ডিজার্ভ করে। কার কাছে হারছি, তা নিয়ে আমরা ভাবছি না। খেয়াল রাখতে হবে যেন আমরা ভালোভাবে খেলতে পারি, যদি পারি তাহলে আমার মনে হয় আমরা জিতবো।'

নেদারল্যান্ডসকে ছোটো দল বলে হালকা করে দেখার সুযোগ নেই মনে করেন সিমন্স। তারাও আন্তর্জাতিক ক্রিকেটে খেলে। সিমন্স মনে করিয়ে দিয়েছেন, নেদারল্যান্ডস সর্বশেষ দু‘টি বিশ্বকাপেই খেলেছে। তাই তাদের পিছিয়ে রাখার সুযোগ নেই।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন