ঢাকা      শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২
শিরোনাম

হরমনপ্রীতের হ্যাটট্রিক, চীনকে হারিয়ে এশিয়া কাপ অভিযান শুরু ভারতের

IMG
29 August 2025, 9:24 PM

রাজগির, বাংলাদেশ গ্লোবাল: ঘরের মাঠে এশিয়া কাপকে জনপ্রিয় করতে হকি ইন্ডিয়া চেষ্টার কোনও কমতি রাখেনি। বিহারের রাজগির স্পোর্টস কমপ্লেক্সে বিনামূল্যে প্রবেশ থেকে বিশ্বমানের স্টেডিয়াম তৈরি করেছে। হকি ফেডারেশনের এই উদ্যোগ অবশ্য জলে যায়নি। ভারতীয় দল জয় দিয়ে শুরু করলো হিরো এশিয়া কাপ। আজ শুক্রবার বিকেলে নিজেদের প্রথম ম্যাচে চীনকে ৪-৩ গোলে হারালো স্বাগতিকরা। ম্যাচের নায়ক ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত সিং। পুরো ম্যাচটাই ছিল উপভোগ্য।

ম্যাচের প্রথম কোয়ার্টারে চীন ১-০ গোলে এগিয়ে যায়। ভারত এই সময়টায় তেমন পাল্টা আক্রমণে যেতে পারেনি। তবে দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই ভারত নিজের রূপে ধরা দেয়। যুগরাজ গোল করে স্কোরলাইন ১-১ করেন। সমতা ফেরানোর পর ভারত আরও আগ্রাসী হয়ে ওঠে। এরপর হরমনপ্রীত তিনটি গোল করেন এবং এই গোলগুলি আটকানোর মতো ক্ষমতা ছিল না চীনের। হাফ টাইমে ভারত ২-১ গোলে এগিয়ে ছিল।

তৃতীয় কোয়ার্টার শুরু হওয়ার সঙ্গে হরমনপ্রীত গোল করেন। দলকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন। পেনাল্টি কর্নার থেকে গোল করেন তিনি। ৩-১ গোলে পিছিয়ে পড়ার পর চীন দ্রুত ম্যাচে ফেরে এবং স্কোরলাইন ২-৩ করে দেয়।

তৃতীয় কোয়ার্টারে চীন আরও একটি গোল করে সমতায় ফেরে। এই সময়ে ভারত অলআউট আক্রমণে যায়। চতুর্থ কোয়ার্টারে হরমনপ্রীত গোল করেন। এটা ছিল তাঁর হ্যাটট্রিক। গোটা কোয়ার্টারে ৪-৩ ব্যবধানে এগিয়ে ছিল ভারতীয় দল। ম্যাচ শেষও হয় ভারতের পক্ষে ৪-৩ গোলে। ম্য়াচ সেরা হন হরমনপ্রীত সিং।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন