ঢাকা      রবিবার, ৩১ আগস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২
শিরোনাম

ইন্দো-জাপান সামিটে সফলতা, বুলেট ট্রেনে খোশমেজাজে নরেন্দ্র মোদি

IMG
30 August 2025, 12:22 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: জাপান সফরের শেষ দিনে আজ শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও জাপানি প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা টোকিও থেকে সেনদাই শহরে বুলেট ট্রেনে ভ্রমণ করেছেন। জাপানের রাজধানী টোকিও থেকে সেনদাইয়ের দূরত্ব প্রায় ৩৭০ কিলোমিটার। এই ছবি শেয়ার করে জাপানের প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে লিখেছেন, “প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সেনদাইয়ের পথে আছি। গত রাতের মতোই, এবারও আমি তাঁর সঙ্গে গাড়িতে সঙ্গ দেবো।”

এর আগে, নরেন্দ্র মোদি জাপানের ১৬টি প্রিফেকচারের গভর্নরের সঙ্গে বৈঠক করেন এবং রাজ্য-প্রিফেকচার সহযোগিতার সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করেন। তিনি ১৫তম বার্ষিক ভারত-জাপান শীর্ষ সম্মেলনে চালু হওয়া স্টেট-প্রিফেকচার পার্টনারশিপ ইনিশিয়েটিভের অধীনে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

নরেন্দ্র মোদি বলেন, “টোকিওতে জাপানের ১৬টি প্রিফেকচারের গভর্নরদের সঙ্গে মতবিনিময় করেছি। রাজ্য-প্রিফেকচার সহযোগিতা ভারত-জাপান বন্ধুত্বের এক গুরুত্বপূর্ণ স্তম্ভ। এই কারণেই ১৫ তম বার্ষিক ভারত-জাপান সম্মেলনে এনিয়ে একটি আলাদা উদ্যোগ নেওয়া হয়েছিল।”

তিনি আরও বলেন, “বাণিজ্য, উদ্ভাবন, উদ্যোগসহ বহু ক্ষেত্রে সহযোগিতার বিশাল সুযোগ রয়েছে। ভবিষ্যতমুখী ক্ষেত্র যেমন স্টার্টআপ, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তাও দুই দেশের জন্য লাভজনক হতে পারে।”

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এক্স-এ পোস্ট করে জানায়: “অটুট ভারত-জাপান সম্পর্ক আরও এগিয়ে যাচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টোকিওতে জাপানের ১৬টি প্রিফেকচারের গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করেছেন।”

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আলোচনায় প্রযুক্তি, উদ্ভাবন, বিনিয়োগ, দক্ষতা উন্নয়ন, স্টার্টআপ ও ক্ষুদ্র-মাঝারি শিল্প ক্ষেত্রে ভারতীয় রাজ্য ও জাপানি প্রিফেকচারের মধ্যে সহযোগিতা আরও গভীর করার উপায় নিয়ে আলোচনা হয়েছে।

তাদের বিবৃতিতে বলা হয়, নরেন্দ্র মোদি তাঁর বক্তব্যে উল্লেখ করেছেন যে, প্রাচীন সভ্যতার যোগসূত্র থেকে প্রাণশক্তি পাওয়া ভারত-জাপান সম্পর্ক ক্রমাগত এগিয়ে চলেছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন