ঢাকা      রবিবার, ৩১ আগস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২
শিরোনাম

জম্মু ও কাশ্মীরের রামবনে মেঘ ভাঙা বৃষ্টি, হড়পা বানে নিহত ৪

IMG
30 August 2025, 12:44 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: চলতি বছরে ব্যাপক বৃষ্টির জেরে বিপর্যস্ত ভারতের পাহাড়ি অঞ্চল। ধস, মেঘ ভাঙা বৃষ্টির ফলে হড়পা বান। এসবের কারণে ব্যাপক ক্ষয়-ক্ষতির মুখে পড়েছে জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ড। মৃত্যু হয়েছে বহু মানুষের। কিন্তু পরিস্থিতির কোনো পরিবর্তন হচ্ছে না।

মৌসুমী বায়ুর অতি সক্রিয়তার জন্য ভারী বৃষ্টি চলছে পাহাড়ি এলাকায়। জম্মু ও কাশ্মীরে ব্যাপক বৃষ্টি হচ্ছে। যার জেরে ধস নেমেছে রেয়াসিতে। গতকাল শুক্রবার গভীর রাতে রেয়াসির বদ্দর গ্রামে ভারী বৃষ্টির জেরে ধস নামে। সেই ধসে ভেঙে পড়ে নাজির আহমেদ নামের এক ব্যক্তির বাড়ি। সেই ধ্বংসস্তূপে চাপা পড়েই মৃত্যু হয় নাজির আহমেদ ও তাঁর পরিবারের ছয় সদস্যের।

আজ শনিবার সকালে ধ্বংসস্তূপ থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অপরদিকে, জম্মু ও কাশ্মীরের রামবনে মেঘ ভাঙা বৃষ্টির জেরে হড়পা বান আসে। এতে ভেসে গিয়ে মৃত্যু হয়েছে চারজনের। নিখোঁজ রয়েছেন বহু মানুষ। রামবনের রাজগড় গ্রামে ঘটেছে ঘটনাটি। মৃতদেহ উদ্ধার করেছেন উদ্ধারকারীরা।

হড়পা বানে রাজগড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বাড়ি। বিগত কয়েক সপ্তাহে জম্মু ও কাশ্মীরে প্রবল বৃষ্টির জেরে মৃত্যু হয়েছে কমপক্ষে ১৬০ জনের। ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক রাস্তাঘাট। ট্রেন পরিষেবা বন্ধ রয়েছে কাটরা থেকে জম্মু পর্যন্ত। স্থগিত রাখা হয়েছে বৈষ্ণো দেবী যাত্রা। শ্রীনগর-জম্মু জাতীয় সড়ক বন্ধ রয়েছে ধসের জেরে। আজ শনিবারও জম্মু ডিভিশনে ছুটি ঘোষণা করা হয়েছে সব সরকারি ও বেসরকারি স্কুল-কলেজে। জনজীবন কার্যত বিপর্যস্ত।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন