ঢাকা      রবিবার, ৩১ আগস্ট ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২
শিরোনাম

নুরের খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব (ভিডিও)

IMG
30 August 2025, 11:50 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল : প্রধান উপদেষ্টা নুরুল হক নুরের সঙ্গে ফোনে কথা বলে তার স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজখবর নিয়েছেন। প্রধান উপদেষ্টা নুরসহ আহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং তাদের সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিতের নির্দেশনা দিয়েছেন। প্রয়োজনে নুরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়েও তিনি নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আজ শনিবার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে শফিকুল আলম বলেন, নুরুল হক নুর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রছেছেন। সেখানে তার চিকিৎসা কার্যক্রম মনিটর করার জন্য বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে সরকার। হাইকোর্টের একজন বিচারকের নেতৃত্বে তদন্ত পরিচালনা করা হবে এবং প্রয়োজনে অন্যান্য সদস্য যুক্ত করা হতে পারে।

প্রেস সচিব বলেন, নুর দীর্ঘদিন ধরে ছাত্রনেতা এবং গণতান্ত্রিক আন্দোলনের একজন প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। তার নেতৃত্ব ও সাহস দেশের গণতান্ত্রিক আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ প্রতীক। প্রধান উপদেষ্টা এই সংকটময় সময়ে নুর এবং আহত সকলের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন এবং তাদের জন্য সরকারের সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন।

এক প্রশ্নের উত্তরে শফিকুল আলম বলেন, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য যথেষ্ট উপযুক্ত পরিবেশ রয়েছে। জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারির ১৫ তারিখের আগেই অনুষ্ঠিত হবে।’

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন