ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: সুদানের প্রত্যন্ত মারারা পর্বতমালায় ভূমিধসে কমপক্ষে এক হাজার মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে সশস্ত্র গোষ্ঠী সুদান লিবারেশন মুভমেন্ট আর্মি। এক বিবৃতিতে এই গোষ্ঠীটি বলেছে, কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের ফলে রোববার ভূমিধস হয়। এর ফলে মাত্র একজন বেঁচে যান এবং তারাসিন গ্রামের বেশিরভাগ অংশ ‘সমতল’ হয়ে যায়।
জাতিসংঘ এবং অন্যান্য আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থার কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছে তারা। সুদানের সেনাবাহিনী এবং আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর মধ্যে যুদ্ধের পর উত্তর দারফুরের অনেক বাসিন্দা মারারা পর্বত অঞ্চলে আশ্রয় নিয়েছিলেন।
দারফুরের সেনাবাহিনী সমর্থিত গভর্নর মিন্নি মিন্নাউয়ি ভূমিধসকে ‘মানবিক ট্র্যাজেডি’ বলে অভিহিত করেছেন। ২০২৩ সালের এপ্রিলে সুদানের সেনাবাহিনী এবং আরএসএফ-এর মধ্যে যে গৃহযুদ্ধ শুরু হয়েছিল, তাতে দেশটি দুর্ভিক্ষের কবলে পড়ে এবং পশ্চিম দারফুর অঞ্চলে গণহত্যার অভিযোগ ওঠে।
গৃহযুদ্ধে মৃতের সংখ্যা নিয়ে নানা ধরনের তথ্য পাওয়া যায়। তবে গত বছর একজন মার্কিন কর্মকর্তা ধারণা দিয়েছিলেন যে, ২০২৩ সালে অস্থিরতা শুরুর পর থেকে দেড় লাখের মতো মানুষ নিহত হয়েছে। প্রায় এক কোটি ২০ লাখ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com