ঢাকা      শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২
শিরোনাম

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খালে, নিহত ৩

IMG
06 September 2025, 3:51 PM

লক্ষ্মীপুর, বাংলাদেশ গ্লোবাল: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে আনন্দ পরিবহনের একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে রহমতখালী খালে পরে গিয়ে ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন। এখনও ৫ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

আজ শনিবার সকাল সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত একজনের নাম মোরশেদ আলম। অপর দু্ইজনের পরিচয় পাওয়া যায়নি। মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালে আছে। এ ঘটনায় আরও ১০ থেকে ১২ জনকে উদ্বার করা হয়েছে। তাদের কেউ কেউ প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানায় পুলিশ।

এদিকে, ঘটনার দুই ঘন্টা পার হলেও ঘটনাস্থলে ডুবুরি পৌঁছায়নি বলে অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শী ও স্থানীয় উদ্ধারকারীরা। এছাড়া পানির তলদেশে কেউ ডুবে আছেন কি না তা-ও নিশ্চিত বলতে পারেননি ফায়ার সার্ভিস কর্মীরা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকাল সাড়ে ৮টার দিকে নোয়াখালী থেকে ছেড়ে আসা লক্ষ্মীপুরগামী একটি যাত্রীবাহী বাস চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে রহমতখালী খালে পড়ে ডুবে যায়।

ঘটনার পর প্রায় ১ ঘণ্টা লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। এতে সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। পরে যান চলাচল স্বাভাবিক করে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান বলেন, অচেতন অবস্থায় আমরা ঘটনাস্থল থেকে ৩ জনকে উদ্ধার করেছি। এর মধ্যে দুইজন মারা গেছেন। আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। গাড়িতে ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিল। ডুবরী দলকে খবর দেওয়া হয়েছে।

২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফরিদ উদ্দিন বলেন, চন্দ্রগঞ্জে দুর্ঘটনায় নিহত দু'জনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন