ঢাকা      শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২
শিরোনাম

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:)

IMG
06 September 2025, 4:49 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: হিজরি ১৪৪৭ সালের ১২ রবিউল আউয়াল আজ। দেশজুড়ে যথাযথ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:)।

আরব সমাজের 'আইয়ামে জাহেলিয়াত' বা অন্ধকার যুগ থেকে মানবকুলের মুক্তি ও আলোর পথ দেখাতে মহান আল্লাহতাআলা আজকের দিনেই রাসুলুল্লাহ (সা:)-কে পৃথিবীতে শেষ নবী ও রাসূল হিসেবে প্রেরণ করেন। যার জীবনাদর্শই (সুন্নাহ) পরবর্তীতে হয়ে ওঠে ইসলামের মূল ভিত্তি, মুসলিম উম্মাহর পাথেয়।

৫৭০ খ্রিষ্টাব্দের এই দিনে মানবজাতির রহমত স্বরূপ মহানবী হযরত মোহাম্মদ (সা:) জন্মগ্রহণ করেন। তিনি আরবের মক্কা নগরের সম্ভ্রান্ত কুরাইশ বংশের আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের ঘরে, মা আমিনার কোলে জন্ম নেন। প্রতি হিজরি বর্ষের তৃতীয় মাস 'রবিউল আউয়াল'-এর ১২ তারিখটি তাই মুসলমানদের ঘরে ঘরে নবী মোহাম্মদের জন্মক্ষণকে পবিত্র দিন হিসেবে পালন করা হয়।

মোহাম্মাদ (সা.)-এর জন্মের আগেই তাঁর পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেন। মাত্র ছয় বছর বয়সে তিনি মাকেও হারান। এরপর তাঁর দাদা আব্দুল মুত্তালিব এবং দাদার মৃত্যুর পরে চাচা আবু তালিবের আশ্রয়ে বড় হন। ২৫ বছর বয়সে মহানবী হযরত মোহাম্মদ (সা:) খাদিজা (রা:) নামের এক সম্ভ্রান্ত নারীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

মহানবী (সা:) অল্প বয়স থেকেই হেরা পর্বতের গুহায় মহান আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। আনুমানিক ৬১০ খ্রিস্টাব্দে, হেরা গুহায় অবস্থানকালে ফেরেশতা জিবরাইল (আ.) মোহাম্মাদের কাছে আল্লাহর পক্ষ থেকে প্রথম ওহি বা বাণী পৌঁছে দেন। এরপর থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি ইসলাম প্রচারের কাজ করে গেছেন।

রিসালাতের দায়িত্ব পালন শেষে ৬৩২ খ্রিষ্টাব্দের ঠিক একই তারিখে, অর্থাৎ ১২ই রবিউল আউয়াল ৬৩ বছর বয়সে ইন্তেকাল করেন তিনি।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন