ঢাকা      শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২
শিরোনাম

জাকসু নির্বাচনে ছাত্রদলের ৮ দফা ইশতেহার

IMG
06 September 2025, 5:09 PM

সাভার, বাংলাদেশ গ্লোবাল: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ছাত্রদল মনোনীত ‘সাদী-বৈশাখী-সাজ্জাদ-ইকরা পরিষদ’ ইশতেহার ঘোষণা করেছে। আজ শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জুলাই গণঅভ্যুত্থানের সময় নির্মিত ‘অদম্য-২৪’ স্মৃতিস্তম্ভের পাদদেশের সামনে ইশতেহার ঘোষণা করেন প্যানেলের সদস্যরা।

‘প্রতিশ্রুতি নয়, পরিবর্তনে প্রতিজ্ঞাবদ্ধ’- স্লোগানকে সামনে রেখে ইশতেহারে আটটি মূল অঙ্গীকার ঘোষণা করেন তারা। ইশতেহারে শিক্ষা ও গবেষণাকে প্রাধান্য দিয়ে আধুনিক, নারীবান্ধব ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার অঙ্গীকার করেন তারা।

ইশতেহারে ৮ দফা হলো- ১. আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা ও গবেষণা; ২. শিক্ষাবান্ধব, নিরাপদ, মুক্ত ও বৈচিত্র্যময় ক্যাম্পাস; ৩. পরিকল্পিত আবাসন ও খাবারের উন্নত মান নিশ্চিতকরণ; ৪. নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ শিক্ষাঙ্গণ ও স্বাস্থ্য সুরক্ষা; ৫. মানসম্মত স্বাস্থ্যসেবা; ৬. সুসমন্বিত পরিবহন ব্যবস্থাপনা; ৭. ক্রীড়াচর্চা ও সাংস্কৃতিক বৈচিত্র্য; ৮. পরিবেশ-প্রতিবেশ সংরক্ষণ ও প্রাণী বান্ধব ক্যাম্পাস৷

আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম পরিচালিত হবে একটি নির্দিষ্ট অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী। ক্লাস, পরীক্ষা, ফলাফল- যাবতীয় সব কার্যক্রম পরিচালিত হবে এই ক্যালেন্ডার মোতাবেক। অ্যাকাডেমিক ক্যালেন্ডারে নিয়মিত জাকসু নির্বাচনকে অন্তর্ভুক্ত করতে হবে। কোর্স কারিকুলামকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে। প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য বুনিয়াদী ইংরেজি কোর্স চালু করা হবে। বিশ্ববিদ্যালয়ে একটি আন্তর্জাতিক মানের ভাষা শিক্ষা ইনস্টিটিউট চালু করা হবে। অপ্রয়োজনীয় কোনো বিভাগ চালু না করে রাষ্ট্র, সমাজ ও সময়ের প্রয়োজনের নিরিখে নতুন বিভাগ চালু করার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা করা হবে।

অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম চালু করে শিক্ষার্থীদের জন্য রেকর্ডেড লেকচার সহজলভ্য করা হবে। ক্রেডিট ট্রান্সফারের সুযোগ সৃষ্টি ও ইন্টারন্যাশনাল অফিসকে গতিশীল করা হবে। শিখন-শিক্ষণ প্রক্রিয়ার মানোন্নয়ন করা হবে। শিক্ষার্থীদের ইন্টার্নশিপের জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ তৈরি করা হবে। ক্যাম্পাসের অভ্যন্তরে পার্টটাইম চাকুরির সুযোগ তৈরি করা হবে। মেধা, যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে সব শিক্ষক নিয়োগ এবং শিক্ষকদের পারফরম্যান্স মূল্যায়নের ব্যবস্থা করা হবে।

নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ শিক্ষাঙ্গণ ও স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে বলা হয়- নারী নিপীড়ন, ইভটিজিং, ধর্ষণের প্রতিবাদ-প্রতিরোধ এবং মতপ্রকাশের স্বাধীনতার বিষয়ে জাহাঙ্গীরনগর কোনোদিন আপস করেনি, আগামীতেও করবেনা। আগামীতে নারীদের জন্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা অধিকতর জোরদার করা হবে। দ্রুততম সময়ের মধ্যে নারী হলগুলোর সীমানা প্রাচীর ও হলগুলোর দিকের অ্যাপ্রোচ রোড সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। পূর্ণ নিরাপত্তা নিশ্চিতকরণে নারীদের নতুন হলগুলোর করিডরের বাহিরের পার্শ্বে লোহার গ্রিল দেওয়া এবং সিসি ক্যামেরা স্থাপন করা হবে। পড়াশোনা ও মাতৃত্বের মাঝে সুসমন্বয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চাইল্ড কেয়ার সেন্টার স্থাপন করতে হবে এবং খণ্ডকালীন চাকরিতে আগ্রহী নারী শিক্ষার্থীদের স্বল্পমেয়াদি প্রশিক্ষণ শেষে চাইল্ড কেয়ার সেন্টারে চাকরির ব্যবস্থা করতে হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে নারী রাজনীতিবান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে তোলা হবে। বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিরোধী সেলটিকে আগামী দিনে প্রয়োজনীয় সংস্কার ও অধিকতর কার্যকর করা হবে। অনলাইনে নারীদের হেনস্তার বিষয়ে জিরো টলারেন্স নীতি এবং হেনস্তা রোধকল্পে অ্যান্টি হ্যারাসমেন্ট সেল গঠনের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।

শিক্ষার্থীদের মানসম্মত স্বাস্থ্যসেবার ক্ষেত্রে বলা হয়- বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের আধুনিকায়ন, অবকাঠামো উন্নয়ন, সার্বক্ষণিক চিকিৎসক ও নার্সের উপস্থিতি, অ্যাম্বুলেন্স ও ফার্মেসি সেবা নিশ্চিত করা এবং জরুরি ঔষধসমূহ সম্পূর্ণ বিনামূল্যে প্রদানের ব্যবস্থা করা হবে। বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রটিকে ২০ শয্যার একটি আধুনিক হাসপাতালে রূপান্তরের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে আলোচনা ও উদ্যোগ গ্রহণ করা হবে।

ছাত্রদল মনোনীত প্যানেলের ভিপি প্রার্থী মো. শেখ সাদী হাসান বলেন, আমরা গুম-খুন, নিপীড়ন ও রাষ্ট্রীয় নিষ্পেষণ মোকাবিলা করে দীর্ঘদিন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। এখন আমাদের লক্ষ্য -একটি শিক্ষাবান্ধব, নিরাপদ ও আধুনিক জাহাঙ্গীরনগর গড়ে তোলা এবং নিয়মিত জাকসু নির্বাচন নিশ্চিত করা। আমরা ক্যাম্পাসে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থীকে হেপাটাইটিস-বি ভ্যাকসিনের আওতায় এনেছি। সামনে একটা ২০ শয্যা বিশিষ্ট মেডিকেল সেন্টার করার ও পরিকল্পনা রয়েছে শাখা ছাত্রদলের।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন