ঢাকা      শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২
শিরোনাম

ডেঙ্গুতে আরও দু'জনের মৃত্যু

IMG
06 September 2025, 6:27 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দু'জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৩৬৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দু'জনের একজন পুরুষ, অপরজন নারী। আর আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ২৩৩ জনই ঢাকার বাইরের।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১৩২ জন। তাদের মধ্যে ৭২ জন পুরুষ ও ৬০ জন নারী। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার ৮৩১ জন। এর মধ্যে ২০ হাজার ২০৬ জন পুরুষ ও ১৩ হাজার ৬২৫ জন নারী।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন