কাঠমান্ডু, বাংলাদেশ গ্লোবাল: দশরথ স্টেডিয়ামে খুললো না গোলের মুখ। ফলে বাংলাদেশ ও নেপালের মধ্যকার প্রথম ফিফা আন্তর্জাতিক ম্যাচ গোলশূন্যভাবে শেষ হয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দু'দল।
আজ শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকে নেপালের আক্রমণের মুখে পড়তে হয় বাংলাদেশকে। তবে ১০ মিনিটে সুমন রেজার গোল রেফারি বাতিল করে দিলে ম্যাচে লিড নেওয়া হয়নি লাল-সবুজের দলের।
গোলশূন্য অবস্থায় প্রথমার্ধ শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধেও একের পর এক আক্রমণ হানতে থাকে স্বাগতিকরা। তাদের রুখতে গিয়ে বেশ কষ্ট করতে হয় বাংলাদেশের ডিফেন্ডারদের। শেষ পর্যন্ত ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় উভয় দলকে।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com