ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম। এ সময় তিনি বলেন, শিক্ষার্থীরা আমাদের গ্রহণ করেছে, ইনশাআল্লাহ বিজয় হবে। পরবর্তীতে তিনি ছাত্রদলের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ আনেন।
আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ বিকেল ৪টা পর্যন্ত চলবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আটটি কেন্দ্রের ৮১০টি বুথে ডাকসু এবং হল সংসদে শিক্ষার্থীদের ভোট গ্রহণ চলছে।
ছাত্রদলের বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ জানিয়েছেন শিবির মনোনীত ভিপি প্রার্থী সাদিক কায়েম। সকালে ভোটকেন্দ্রে সাংবাদিকদের তিনি আরও বলেন, শিক্ষার্থীরা শিবিরের ওপর ভরসা রাখবে বিশ্বাস। আর ফলাফল মেনে নেয়া নির্ভর করে পরিস্থিতি পর্যবেক্ষণের ওপর।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com