ঢাকা      মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২
শিরোনাম

উত্তাল কাঠমান্ডু থেকে আজ দেশে ফিরছে বাংলাদেশ দল (ভিডিও)

IMG
09 September 2025, 11:33 AM

আশরাফুল কবির, বাংলাদেশ গ্লোবাল: নেপালের রাজধানী কাঠমান্ডুতে বিক্ষোভ ও সহিংসতায় ১৯ জনের প্রাণহানির পর আজ দেশে ফিরছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। নির্ধারিত সময়ের একদিন আগে মঙ্গলবার বিকেল তিনটায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে দেশে ফিরবে তারা। আজ সকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এর আগে, কাঠমান্ডুতে গতকাল সোমবার বিক্ষোভ ও সহিংসতায় হতাহতের ঘটনায় আজ মঙ্গলবারের বাংলাদেশ-নেপাল দ্বিতীয় প্রীতি ম্যাচ স্থগিত করা হয়। সোমবার অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (আনফা) এক বিবৃতিতে এই সিদ্ধান্ত জানায়।

নেপালের বিপক্ষে দু'টি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে গত বুধবার নেপাল যান জামাল ভূঁইয়ারা। শনিবার দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ম্যাচে নেপালের সাথে গোলশূন্য ড্র করে বাংলাদেশ।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন